Thursday, August 28, 2025

রাজনৈতিক জীবনে পা রাখতে চলেছেন অভিনেতা সোনু সুদ(Sonu Sood) । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)সঙ্গে বৈঠকের পর এমনটাই জল্পনা চলছিল রাজনৈতিকমহলে। কিন্তু সব জল্পনায় জল ঢেলে সোনু সুদ সাফ জানিয়েছেন, রাজনীতিতে আসার কোনও ইচ্ছাই তাঁর নেই।। তবে নির্বাচনে লড়বেন  তাঁর বোন মালবিকা সুদ। যদিও কোন দলের হয়ে  তিনি নির্বাচলে লড়বেন, সেসবই এখন ধোঁয়াশায়। জানা গিয়েছে আসন্ন পাঞ্জাব নির্বাচনে অংশ নিতে চলেছেন সোনুর বোন মালবিকা সুদ। রবিবার পাঞ্জাবের মোগায় একথা জানান অভিনেতা তথা সমাজকর্মী সোনু সুদ।

আরও পড়ুন:Birthday of Birsa Munda : বিরসা-ভগবান প্রবীর ঘোষ রায়ের কলম

এর আগে আপ(AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন সোনু। তখন থেকেই সোনু সুদের রাজনৈতিক কেরিয়ারে প্রবেশের জল্পনা উঠেছিল। এমনকি রাজনৈতিকমহলের একাংশ বলতে শুরু করে, আপ–এ যোগ দেবেন সোনু। মহারাষ্ট্রে(Maharashtra) তাঁর কাঁধেই দায়িত্ব চাপাতে চান কেজরিওয়াল। কিন্তু এরপরই কেজরিওয়াল জানিয়ে দেন, দিল্লির স্কুল পড়ুয়াদের জন্য প্রকল্প ‘দেশ কা মেন্টর’-এর ব্যান্ড অ্যাম্বাসডর হয়েছেন সোনু সুদ।সেজন্যই একটি বৈঠক করেন দু’জনে।

রবিবার এক সাংবাদিক বৈঠকে সোনু সুদ জানান, রজনৈতিক ময়দানে নামার কোনও ইচ্ছা নেই তাঁর। কিন্তু, তাঁর পরিবার পাঞ্জাবের (Punjab)মানুষের পাশে দাঁড়াতে চায়। অভিনেতা জানিয়েছেন, প্রশাসনিক স্তর থেকে সাধারণকে সাহায্য করতে চায়। আর পরিবারের উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য রাজনীতি করতে চলেছেন মালবিকা।এদিন সোনু বলেন, ‘আমি সবসময় মানুষের পাশে দাঁড়াতে রাজি আছি। যে মঞ্চে কাঁদা ছোঁড়াছুঁড়ি নেই এবং ভাব প্রকাশের স্বাধীনতা আছে, সেই মঞ্চে আমি উপস্থিত থাকতে রাজি। রাজনৈতিক বা অরাজনৈতিক দু’ ক্ষেত্রেই এই দুই শর্তসাপেক্ষে থাকব।’

Related articles

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৮ অগাস্ট (বৃহস্পতিবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ১০১৭০ ₹ ১০১৭০০ ₹ খুচরো পাকা সোনা ১০২২০...
Exit mobile version