Sunday, May 4, 2025

অবশেষে ‘টনিক’ (Tonic)-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন অভিনেতা দেব। আগামী ২৪ ডিসেম্বর দেবের জন্মদিনের ঠিক আগেই বড়পর্দায় মুক্তি পাবে দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), শকুন্তলা বড়ুয়া (Shakuntala Barua) অভিনীত ‘টনিক’ (Tonic)। এই ছবিতে তনুশ্রী চক্রবর্তী এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়ও (Koneenica Bandyopadhyay) অভিনয় করেছেন।

প্রযোজক অতনু রায়চৌধুরীর (Atanu Roy Chowdhury) সঙ্গে যৌথ প্রযোজনায় ‘টনিক’ তৈরি করছেন দেব। ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। করোনার জেরে বহুদিন ধরে ছবি মুক্তি আটকে ছিল। অবশেষে এই ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ‘টনিক’।

আরও পড়ুন:TMC in Tripura: বাংলার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী পেলে ত্রিপুরাবাসী পাবে না কেন? প্রশ্ন ইন্দ্রনীলের

‘টনিক’-এ (Tonic) এক ট্রাভেল এজেন্সির কর্মী হিসাবে পাওয়া যাবে দেবকে। জানা গিয়েছে, দেবের কাকার ভূমিকায় রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তিন প্রধান চরিত্রের সম্পর্কের সমীকরণ নিয়েই এগোবে এই ছবির গল্প। এখানে দেব অভিনীত চরিত্রটির নামই টনিক। তিনি একজন ট্যুর প্ল্যানার। ঘুরতে নিয়ে যান বয়স্ক দুই মানুষকে। এরপরই তাঁরা জীবনের রসদ খুঁজে পান।

‘গোলন্দাজ’ এবার দারুণ হিট। দেব (Dev) ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Dhruva Bandyopadhyay) হাত ধরে ফের দর্শক ফিরেছে হলে। রিপোর্ট বলছে, এ বছরের পুজোয় রেকর্ড সাফল্য পেয়েছে দেব অভিনীত ‘গোলন্দাজ’ (Golondaj)। এছাড়াও প্রযোজক দেবের ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ টিভি ও ওটিটিতে মুক্তি পেলেও, ছবির প্রশংসা করেছে সকলেই। আবারও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে  ‘রঘু ডাকাত’-এ (Raghu Dakat) অভিনয় করবেন দেব। গত ৪ নভেম্বর কালীপুজোর দিনই এই ছবির ঘোষণা করেন অভিনেতা তথা সাংসদ নিজেই।

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...
Exit mobile version