Saturday, August 23, 2025

Bratya Basu:সুখবর! আগামী ২ মাসের মধ্যেই SSC-তে ১৫ হাজার শিক্ষক নিয়োগ

Date:

Share post:

আইনি জট কাটিয়ে এবার SSC-তে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভায় তিনি জানান, আগামী ২ মাসে মোট ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ করা হবে। অতি দ্রুততার সঙ্গেই এই কাজ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:High Court: এখনই পুরভোটের বিজ্ঞপ্তি জারি নয়, আদালতে জানাল নির্বাচন কমিশন

আদলতে দীর্ঘ টানাপোড়েনের পর এদিন বিধানসভায় মন্ত্রী ব্রাত্য বসু বলেন,  ২০২১ সালে প্রাথমিকে ৩৪ হাজার শিক্ষক নিয়োগ করেছে রাজ্য। এসএসসি-র নিয়োগ নিয়েও আদালতে একাধিক মামলা চলছে। তবে আগামী ২ মাসের মধ্যেই সেইসব আইনি জট কাটিয়ে এসএসসি-তে শিক্ষক নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ব্রাত্য বসু। পাশাপাশি এদিন বিধানসভায় সরকারের জাতীয় শিক্ষা নীতি নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে ব্রাত্য বলেন, “জাতীয় শিক্ষানীতি নিয়ে ফতোয়া চাপিয়ে দিলে যে মেনে নেব, তার কোনও মানে নেই‌। বাঙালির একটা চিন্তা শিক্ষা বিষয়ে আছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ রয়েছে। একতরফা ফতোয়া মানব না।”

প্রসঙ্গত, চলতি বছরের অগাস্ট মাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়্যারম্যান শুভঙ্কর সরকার। এরপরই কমিশনের তরফে জানানো হয়, আবেদনের ভিত্তিতে এবং যথাযথভাবে আইন মেনে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে আন্দোলনকারীদের নিয়োগ অবশ্যই করা হবে। পাশাপাশি তিনি এও জানান, ‘আমরা নিয়োগের কথা ভাবছি। আইন মেনেই নিয়োগ করা হবে’। সেইমতো আজ বিধানসভায় শিক্ষক নিয়োগের ঘোষণা করা হয়।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...