Friday, November 28, 2025

Bratya Basu:সুখবর! আগামী ২ মাসের মধ্যেই SSC-তে ১৫ হাজার শিক্ষক নিয়োগ

Date:

Share post:

আইনি জট কাটিয়ে এবার SSC-তে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভায় তিনি জানান, আগামী ২ মাসে মোট ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ করা হবে। অতি দ্রুততার সঙ্গেই এই কাজ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:High Court: এখনই পুরভোটের বিজ্ঞপ্তি জারি নয়, আদালতে জানাল নির্বাচন কমিশন

আদলতে দীর্ঘ টানাপোড়েনের পর এদিন বিধানসভায় মন্ত্রী ব্রাত্য বসু বলেন,  ২০২১ সালে প্রাথমিকে ৩৪ হাজার শিক্ষক নিয়োগ করেছে রাজ্য। এসএসসি-র নিয়োগ নিয়েও আদালতে একাধিক মামলা চলছে। তবে আগামী ২ মাসের মধ্যেই সেইসব আইনি জট কাটিয়ে এসএসসি-তে শিক্ষক নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ব্রাত্য বসু। পাশাপাশি এদিন বিধানসভায় সরকারের জাতীয় শিক্ষা নীতি নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে ব্রাত্য বলেন, “জাতীয় শিক্ষানীতি নিয়ে ফতোয়া চাপিয়ে দিলে যে মেনে নেব, তার কোনও মানে নেই‌। বাঙালির একটা চিন্তা শিক্ষা বিষয়ে আছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ রয়েছে। একতরফা ফতোয়া মানব না।”

প্রসঙ্গত, চলতি বছরের অগাস্ট মাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়্যারম্যান শুভঙ্কর সরকার। এরপরই কমিশনের তরফে জানানো হয়, আবেদনের ভিত্তিতে এবং যথাযথভাবে আইন মেনে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে আন্দোলনকারীদের নিয়োগ অবশ্যই করা হবে। পাশাপাশি তিনি এও জানান, ‘আমরা নিয়োগের কথা ভাবছি। আইন মেনেই নিয়োগ করা হবে’। সেইমতো আজ বিধানসভায় শিক্ষক নিয়োগের ঘোষণা করা হয়।

spot_img

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...