High Court: এখনই পুরভোটের বিজ্ঞপ্তি জারি নয়, আদালতে জানাল নির্বাচন কমিশন

কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। মামলার পরবর্তী শুনানি 24 নভেম্বর

হাই কোর্ট

আদালতে মামলা চলছে। এই পরিস্থিতিতে পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে না কমিশন। কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) জানালেন নির্বাচন কমিশনের আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত (Partasarathi Sengupta)। মঙ্গলবার, কলকাতা হাইকোর্টে কমিশনের আইনজীবী জানান, যেহেতু পুরভোট নিয়ে মামলা চলছে। সেই কারণে মামলা চলাকালীন কোনওরকম ভোটের বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন জারি করবে না। এ বিষয়ে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। নির্বাচন নিয়ে কী ভাবছে- রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে হলফনামায় জানাবে কমিশন। মামলার পরবর্তী শুনানি 24 নভেম্বর।

আরও পড়ুন- Salman Khurshid:বইয়ে বিতর্কিত মন্তব্যের জের!সলমন খুরশিদের বাড়িতে হামলা

১৯ ডিসেম্বর পুরভোট হবে বলে কার্যত ঘোষণা হয়ে গিয়েছিল। রাজ্য সরকার-রাজ্য নির্বাচন কমিশন এতে সহমত ছিল। এ মাসেই ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। কিন্তু কেন সব পুরসভার বকেয়া ভোট একসঙ্গে হবে না? তা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, শুনানিতে পার্থসারথি সেনগুপ্তকে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, কেন সব পুরসভায় একসঙ্গে ভোট করানো হচ্ছে না? জবাবে কমিশনের আইনজীবী বলেন, এ বিষয়ে তাঁরা হলফনামা জমা দেবেন। একই সঙ্গে তিনি জানান, যত দিন মামলার শুনানি চলবে, ততদিন রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে না।

 

Previous articleRoad Accident: ফের চিংড়িঘাটায় বাইক দুর্ঘটনা, মৃত যুবক
Next articleJNU Clash: জেএনইউয়ে ফের হামলা এবিভিপির, আহত একাধিক