Monday, May 5, 2025

Salman Khurshid:বইয়ে বিতর্কিত মন্তব্যের জের!সলমন খুরশিদের বাড়িতে হামলা

Date:

অযোধ্যা কাণ্ড নিয়ে নিজের লেখা বইয়ে বিতর্কিত মন্তব্যে করেছিলেন। হিন্দুত্বের সঙ্গে উগ্র ইসলামপন্থীদের তুলনা টেনেছিলেন। যার জেরে সলমন খুরশিদের নৈনিতালের বাড়িতে হামলা চালানো হল। অন্যদিকে ওই বইয়ের প্রকাশ এবং স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:Alliance: শরিকি বিদ্রোহ উপেক্ষা করে শিলিগুড়ি সিপিএম জানাল কংগ্রেসের সঙ্গে জোট করে ভোট!

ঠিক কী লিখেছিলেন খুরশিদ? অভিযোগ, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা নিয়ে লেখা বইয়ে বিজেপি-আরএসএসের হিন্দুত্বকে আইএস বা বোকো হারামের জেহাদি ইসলামের সঙ্গে তুলনা করেছেন তিনি। যা নিয়ে খুরশিদের উপর চড়াও হয় গেরুয়া শিবির। তাঁদের অভিযোগ হিন্দুদের ঘুরিয়ে অপমান করছেন সলমন খুরশিদ। এরপরই সোমবার নৈনিতালে খুরশিদের বাড়িতে হামলা চালায় এক দল দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের হাতে বিজেপির পতাকা ছিল। বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার পরে তারা আগুন ধরিয়ে দেয়। পোড়ানো হয় খুরশিদের কুশপুতুলও।

ঘটনার পরে বাড়ির ছবি পোস্ট করে খুরশিদ ফেসবুকে লেখেন, ‘‘আমি আশা করেছিলাম যে বন্ধুরা এ কাজ করেছেন তাঁদের জন্যই ওই বাড়ির দরজা এক দিন খুলে দেব। আমি যদি বলি এটা হিন্দুত্ব হতে পারে না তা হলে কি ভুল বলা হবে?’’ তাঁর বক্তব্য, ‘‘তা হলে বিতর্কের চেহারাটা এখন এমন। লজ্জাজনক শব্দটা দিয়ে পরিস্থিতি বোঝানো যাবে না। তবে আমার এখনও আশা এক দিন আমরা এক সঙ্গে বসে যুক্তিপূর্ণ আলোচনা করতে পারব। সেখানে মতান্তর হতেই পারে।’’

অন্যদিকে সলমন খুরশিদ প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বর্তমানে সংসদের সদস্য। তাঁর লেখা বই ”Sunrise Over Ayodhya: Nationhood in Our Times” বই দেশের নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি নষ্ট হতে পারে । তাই বইয়ের প্রকাশ ও বিক্রির উপরে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন দিল্লির আইনজীবী বিনীত জিন্দল।

Related articles

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...
Exit mobile version