আদালতে মামলা চলছে। এই পরিস্থিতিতে পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে না কমিশন। কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) জানালেন নির্বাচন কমিশনের আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত (Partasarathi Sengupta)।
আরও পড়ুন- Salman Khurshid:বইয়ে বিতর্কিত মন্তব্যের জের!সলমন খুরশিদের বাড়িতে হামলা
১৯ ডিসেম্বর পুরভোট হবে বলে কার্যত ঘোষণা হয়ে গিয়েছিল। রাজ্য সরকার-রাজ্য নির্বাচন কমিশন এতে সহমত ছিল। এ মাসেই ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। কিন্তু কেন সব পুরসভার বকেয়া ভোট একসঙ্গে হবে না? তা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়।