Elephant Death : ফের পূর্ণবয়স্ক হাতির মৃত্যু জলপাইগুড়িতে 

বুধবার সকালে জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া বিটের অন্তর্গত মোগলকাটা রাভা বস্তিতে একটি হাতির মৃত্যু হয়েছে (Adult Elephant death at Jalpaiguri) । বুধবার সকালে স্থানীয় গ্রামবাসীরা হাতির দেহটি দেখতে পায়। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড ও মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের। বনদফতর সূত্রের খবর মৃত হাতিটি পুরুষ সাব অ্যাডাল্ট। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এরইমধ্যে মৃত হাতিটিকে দেখতে ভিড় জমিয়েছে এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে তদন্তে বনদফতরের কর্মীরা। কীভাবে হাতিটির মৃত্যু হয়ছে তা স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এলাকাবাসীরা জানিয়েছেন মাঝেমধ্যেই ওই এলাকায় খাবারের খোঁজে ঢুকে পরে হাতির দল। মনে করা হচ্ছে ধান খাওয়ার জন্যই হাতিটি ওই এলাকায় চলে আসে।

এরইমধ্যে মাসখানেক আগে মোরাঘাট রেঞ্জের গাঁড়কুটা এলাকাতেও একটি হাতির উদ্ধার হয়েছিল। সেই হাতিটিরও মৃত্যু হয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বলে অনুমান করা হয়। বারবার এভাবে হাতির মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন পরিবেশ প্রেমীরা।

Previous articlePrabir Ghoshal: “বিজেপিতে কাজ করা যায় না, শুধু টাকা চায়”, বিস্ফোরক অভিযোগ বেসুরো প্রবীরের
Next articleKalpataru Utsav: কল্পতরু উৎসবে এবারও ভক্ত প্রবেশে নিষেধাজ্ঞা কাশীপুর উদ্যানবাটিতে