Friday, November 7, 2025

Aparna Sen: বিএসএফ নিয়ে মন্তব্যের জের, অপর্ণা সেনকে “সন্ত্রাসজীবী” বলে কটাক্ষ সৌমিত্র খাঁর

Date:

Share post:

সীমান্তে BSF-এর ক্ষমতা বৃদ্ধি নিয়ে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন নাগরিক সমাজের একাংশও। সম্প্রতি অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen) কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। সোমবার প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন বিদ্বজনদের একাংশ। সেখানে একটি আলোচনা সভায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়েন অভিনেত্রী-পরিচালক। তাঁর বক্তব্য ও যুক্তিকে সমর্থন করেন সেখানে উপস্থিত বাকিরাও।

আরও পড়ুন- Chandrima Bhattacharya: মানুষের হাতে নগদ টাকা দিন, অর্থমন্ত্রীকে পরামর্শ চন্দ্রিমার
অপর্ণা সেনের অভিযোগ, ‘মিলিটারিদের ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই শিউরে উঠছি।”
অভিনেত্রী আরও বলেন, ‘এমনিতেই তাঁদের যা অবস্থা, তাতে করে এখন যদি BSF-এর এলাকা আরও বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তাঁদের অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠবে। সীমান্ত এলাকার মানুষেরা যাতে ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ করে খেতে পারেন, সেটা রাজ্য সরকারকে দেখতে হবে।

অভিনেত্রী-পরিচালকের এমন মন্তব্যের কড়া সমালোচনা করলেন রাজ্য বিজেপির যুব মোর্চা সভাপতি তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। টুইট করে তিনি অপর্ণা সেন-সহ নানান বুদ্ধিজীবীদের কটাক্ষ করে লিখেছেন, বিপদের দিনে যারা মানুষের পাশে থাকে না তারা বুদ্ধিজীবী নয়, তাঁরা সন্ত্রাসজীবী।
সৌমিত্র খাঁ আরও লিখেছেন, যে বিএসএফের জন্য আপনারা নিরাপদে আছেন তাদের উপরেই আঙুল তুলছেন!করোনা থেকে আমফান একটা বিপদেও আপনাদের মানুষের পাশে দেখা যায় নি। শুধু রাজ্য সরকারের পদলেহন করে সংসার চালাচ্ছেন। বাংলার মানুষ লজ্জিত আপনার জন্য।

অবশ্য বিজেপি সাংসদের এই মন্তব্য কে আমল দিতে চাননি অভিনেত্রী-পরিচালক। অপর্ণা সেন নাম না করেই পাল্টা কটাক্ষ করে বলেছেন, তিনি এমন কিছু বলেন নি যার মাধ্যমে সন্ত্রাস ছড়াতে পারে। তিনি বিষয়টি নিয়ে নিজের মতামত রেখেছেন। কেউ যদি নিজের মতো করে যুক্তি সাজান সেটা দেখার দায়িত্ব তার নয়।

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...