নদীয়া রানাঘাট বড়বাজারের সংস্থা প্রয়াত গোবিন্দ বিশ্বাস এর সেবা কেন্দ্র ‘পথ চলা ‘ আজ বুধবার দু:স্থদের মধ্যে শীতবস্ত্র ও বেশকিছু খাদ্য সামগ্রী বিতড়ণ করল।
আরও পড়ুন- BJP: দলে অস্বস্তি বাড়ল শুভেন্দুর, এবার ইস্তফা দিলেন বহিষ্কৃত সুরজিৎ ঘনিষ্ঠ বিমল প্রসাদ
এ বছর নবান্নর কাছে ব্রিজের নিচে আশ্রয় নেওয়া অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শীতে যাতে তারা কষ্ট না পান, তাই বেশ কিছু কম্বল ও শীতবস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
আমরা চাই আগামী দিনগুলিতেও অসহায় পাশে দাঁড়াতে। এর আগেও আমরা এমন কর্মকাণ্ডে ব্রতী হয়েছি।তাদের এই সাহায্য পেয়ে সহায়সম্বলহীন মানুষগুলির চোখেমুখে ছিল খুশির ঝিলিক।