Wednesday, January 14, 2026

জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করতে চান বাগান কোচ হাবাস

Date:

Share post:

আগামীকাল আইএসএলের ( isl) অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। প্রথম ম‍্যাচে বাগানের মুখোমুখি কেরলা ব্লাস্টার্স। জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করতে চান বাগান কোচ হাবাস।

গত মরশুমে ফাইনালে উঠেও একটুর জন‍্য ট্রফি হাতছাড়া হয়েছে বাগান ব্রিগেডের। সেই স্মৃতিকে সঙ্গে নিয়ে শুক্রবার প্রথমে ম‍্যাচে ভালো ফল করতে মরিয়া হাবাসের দল। শুক্রবার অষ্টম আইএসএলে অভিযান শুরু করছে এটিকে মোহনবাগান। গতবার ফাইনালে উঠেও অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়েছে। এবার শুরু থেকেই হোমওয়ার্ক করে মাঠে নামছে সবুজ মেরুন ব্রিগেড। গত কয়েক বছরের মতো এবারও রয় কৃষ্ণাদের প্রথম প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। চেনা প্রতিপক্ষ হলেও তাদের নিয়ে হোমওয়ার্ক করে ফেলেছেন অ্যান্তনিও লোপেজ হাবাস। তবে প্রথম ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে স্বভাবসিদ্ধ মেজাজেই কিছু খোলসা করতে চাননি আইএসএলের ইতিহাসে অন্যতম সফল কোচ।

এদিন কেরল ম‍্যাচ নিয়ে হাবাস বললেন, “গত তিন বছর ধরে কেরালার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলছি। তবে এবার ওদের অনেক নতুন খেলোয়াড় আছে দলে। কোচও নতুন। প্রতিপক্ষকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি নিজের দল নিয়েই ভাবি। প্রতিপক্ষ নিয়ে বেশি মাথা ঘামাই না।”

৩-৫-২ ফর্মেশনে বরাবরই ট্যাকটিক্যাল ফুটবলে বাজিমাত করতে চান হাবাস। এবার নিয়ম বদলেছে। পাঁচ জনের বদলে চার বিদেশি খেলতে পারবে। ফলে ভারতীয়দের উপর নির্ভরশীলতা বাড়বে। কীভাবে দল সাজাবেন স্প্যানিশ কোচ? হাবাস ম্যাচের দিন সকালে প্রথম একাদশ ঠিক করবেন। বললেন, “দলে ৬ জন বিদেশি আছে। সবার খেলার সম্ভাবনা রয়েছে। এদের মধ্যে যে কোনও চার জন প্রথম একাদশে থাকবে।”

এবার হুগো বৌমাস যোগ দেওয়ায় দল অনেক আগ্রাসী ফুটবল খেলবে বলে মনে করা হচ্ছে। হাবাস মুখে না বললেও কেরালা ম্যাচে বৌমাসের সঙ্গে প্রথম একাদশে বাকি তিন বিদেশি হতে পারেন তিরি, রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামস। বাগান কোচের কথায়, “আমার দলে শুধু হুগো নেই, প্রীতম, উইলিয়ামসরাও আছে। অগ্রাসী ফুটবলই শেষ কথা নয়। পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য রেখে খেলাটাই আসল। বল পায়ে থাকলে আক্রমণ করব। বল দখলে না থাকলে রক্ষণ।”

আরও পড়ুন:Syed mushtaq ali trophy: সৈয়াদ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল বাংলা

spot_img

Related articles

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...

পুলিশি সহায়তায় নতুন নম্বর, রাজ্যে আসছে ১১২ হেল্পলাইন

১০০-র পাশাপাশি এবার ১১২-তে ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। রাজ্যে খুব শীঘ্রই এই নয়া হেল্পলাইন নম্বর চালু হতে...

কসবা আইন কলেজ কাণ্ডে চার্জ গঠন, বিচার শুরু ২৭ জানুয়ারি

কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তাঁর দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইবের বিরুদ্ধে...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...