Monday, August 25, 2025

দীর্ঘদিনের খনি সমস্যা সমাধানে তৃণমূলেই আস্থা গোয়া ফাউন্ডেশনের

Date:

গোয়ার(Goa) খনি সমস্যা(Mining problem) দীর্ঘদিনের। বিজেপি সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারি খনি লুটের ঘটনাও নতুন নয়। তবে এই খনি সমস্যা সমাধানের জন্য গোয়াবাসীর আশার আলো এখন তৃণমূল। এদিন স্পষ্টভাবে সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন খনি সমস্যা নিয়ে দীর্ঘদিন কাজ করে যাওয়া গোয়া ফাউন্ডেশনের(Goa foundation) আন্দোলনকারী ক্লডি আলভারেজ(Claude Alvarez)। তিনি বলেন, খনি সংক্রান্ত সমস্যায় আমাদের প্রস্তাবগুলি মেনে নেওয়ার জন্য তৃণমূলকে আমরা গোয়ায় উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। অন্য কোনো রাজনৈতিক দলের এই সমস্যা সমাধানের কোনো রকম সদিচ্ছা নেই।

আলভারেজ বলেন, “খনি সংক্রান্ত সমস্যার সমাধান করে তা মানুষের উপকারে লাগানোর কোনওরকম চেষ্টা অন্য রাজনৈতিক দলগুলির একেবারেই নেই। যদি আম আদমি পার্টির কথা বলেন তবে ওরা ৬ মাসের মধ্যে খননের কাজ শুরু করে দেবে বলে জানিয়েছিল। সাত বছর এই রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলেও তারা খনন সংক্রান্ত কাজ শুরু করেনি। কংগ্রেসের কোনও পরিকল্পনাই নেই এই বিষয়ে। যারা বলছে ৩ মাস, ৬ মাসের মধ্যেই সমস্যার সমাধান করে দেবে তারা আসলে মানুষকে বোকা বানাচ্ছে।” পাশাপাশি তিনি আরো বলেন, “এই পরিস্থিতির মাঝে তৃণমূল যদি বলে থাকে যে গোয়া ফাউন্ডেশনের পরামর্শ মতো এই সমস্যার সমাধান তারা করবে। তাহলে অবশ্যই এই সিদ্ধান্তের জন্য আমরা অত্যন্ত খুশি এবং আশাবাদী।”

আরও পড়ুন:Manikchak: মর্মান্তিক! টাকার দাবিতে ৩ঘণ্টা আটকে রাখায় মৃত্যু হল ২০ দিনের শিশুর

উল্লেখ্য, গোয়ায় বেআইনি খনি সমস্যা দীর্ঘদিনের। ২০১৮ সালে অবৈধ খনিগুলি বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গোয়া ফাউন্ডেশন নামের এই স্বেচ্ছাসেবী সংস্থা। এদিকে গোয়ার বিজেপি সরকারের পৃষ্ঠপোষকতায় অবৈধ খনির কারণে প্রায় ৩৫ হাজার কোটি টাকার ক্ষতি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। এই অবস্থায় এই বিপুল পরিমান ক্ষতি সামাল দিয়ে গোয়ার খনিজ সম্পদের লাভ মানুষের উপকারে যাতে লাগানো যায় সে বিষয়ে পরিকল্পনা শুরু করেছে তৃণমূল। খনি লুট আটকাতে সেখানকার স্বেচ্ছাসেবী সংস্থার পরামর্শ অনুযায়ী কাজ করার আশ্বাস দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version