Monday, November 3, 2025

ত্রিপুরায় গুন্ডারাজ: TMC-র মিছিলে হামলা বিজেপি, আহত তৃণমূল কর্মীকেই গ্রেফতার পুলিশের

Date:

ফের একবার ত্রিপুরাতে(Tripura) বিজেপির গুন্ডা বাহিনীর হাতে গুরুতরভাবে আহত হলেন তৃণমূল(TMC) কর্মীরা। বুধবার সন্ধ্যেয় তেলিয়ামুড়া পৌর পরিষদের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে মিছিল বের করে তৃণমূল। এরপরই সেই মিছিল লক্ষ্য করে এলোপাথাড়ি করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ন্যাক্কারজনক হামলায় গুরুতর আহত হয়েছেন তৃণমূল কর্মী অনির্বাণ সরকার, জহর দাস, তিমির বরন ঘোষ, সৌম্য কান্তি মালাকার, পিন্টু দে। তবে ঘটনা এখানেই শেষ নয়, বিজেপির হামলার পর গুরুতর আহত তৃণমূল কর্মী অনির্বাণ সরকারকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন মিছিল চলাকালীন মজলিসপুর, মান্দাই সহ আরও কয়েকটি বিধানসভা থেকে জড়ো হয়ে বিজেপির গুন্ডাবাহিনীরা এই আক্রমন চালায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু তাই নয় ইটের আঘাতে গুরুতর আহত কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হলেও পথ আটকে বাধা দেয় বিজেপির গুন্ডারা। দীর্ঘ চেষ্টার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়। জহর দাসকে ILS হাসপাতালে রেফার করা হয়। তিমির বরণ ঘোষকেও GB তে রেফার করা হয় এবং বাকিরা তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে অনির্বাণকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করে নিয়ে যায় ত্রিপুরা পুলিশ।

আরও পড়ুন:দীর্ঘদিনের খনি সমস্যা সমাধানে তৃণমূলেই আস্থা গোয়া ফাউন্ডেশনের

অন্যদিকে এই ঘটনার পর বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে আহত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, ত্রিপুরায় বিপ্লব সরকারের নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা প্রতিজ্ঞা করছি যতক্ষণ না ন্যায়-বিচার মিলছে ততক্ষণ থাকব না। এই ন্যাক্কারজনক হামলায় দোষীদের শাস্তি না পাওয়া পর্যন্ত আমরা লড়ে যাব।

 

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version