Saturday, August 23, 2025

Ulltodanga flyover maintenance: রক্ষণাবেক্ষণের জন্য টানা চার দিন বন্ধ উল্টোডাঙা উড়ালপুল

Date:

জরুরি রক্ষণাবেক্ষণ (Ulltodanga flyover maintenance) প্রয়োজন। তাই টানা চার দিন বন্ধ রাখা হচ্ছে উল্টোডাঙা উড়ালপুল। তবে সবটা নয় শুধুমাত্র উল্টোডাঙা উড়ালপুলের কলকাতামুখী লেন। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। কেএমডিএ-র তরফে জানানো হয়েছে উড়ালপুলটির স্বাস্থ্যপরীক্ষা হবে। কোথায় কতটা কী মেরামতির প্রয়োজন তা খতিয়ে দেখা হবে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই উল্টোডাঙা উড়ালপুল বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে । এয়ারপোর্টগামী গাড়িগুলিকে উল্টোডাঙা -হাডকো মোড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ইএম বাইপাসমুখী গাড়িগুলি যাচ্ছে উড়ালপুলের নিচে দিয়ে। কাজের দিনে সপ্তাহের মাঝখানে এভাবে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পথ বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তি শিকার।

এদিকে কেএমডিএ-র তরফে জানানো হয়েছে শুধু উল্টোডাঙা উড়ালপুলের নয়, রক্ষণাবেক্ষণের প্রয়োজনে এ খুব শীঘ্রই মহানগরের (Kolkata) আরো পাঁচটি ব্যস্ত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে । খতিয়ে দেখা হবে তাদের ভারবহন ক্ষমতা। তার জন্য নভেম্বরের শেষ থেকে ধাপে ধাপে বন্ধ করা হবে উড়ালপুলগুলি (Flyover)। পাঁচটি উড়ালপুল হলো পার্কস্ট্রিট , আচার্য জগদীশচন্দ্র বসু রোড, গড়িয়াহাট, চিৎপুর লকগেট ও নাগেরবাজার উড়ালপুল। মঙ্গলবার হুগলি রিভার ব্রিজ কমিশনার্স -এর অফিসে লালবাজারের পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা।

বৈঠকে আলোচনা হয়েছে দীর্ঘ সময় ধরে পাঁচটি উড়ালপুল বন্ধ রাখলে যানজটে চূড়ান্ত হয়রানির শিকার হবেন নিত্যযাত্রীরা। ধাপে ধাপে বন্ধ থাকলেও ট্র্যাফিক সামলানো যাবে কীভাবে? লালবাজারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্র থেকে রবিবার পর্যন্ত আড়াই দিন বন্ধ রেখে উড়ালপুলগুলির রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করা যেতে পারে । শুধুমাত্র আচার্য জগদীশচন্দ্র বসু রোড ফ্লাইওভারটি অত্যন্ত ব্যস্ত বলে সেটিকে টানা বন্ধ রাখা যাবে না। প্রতিদিন ঘুরিয়ে-ফিরিয়ে ৮ ঘণ্টা করে বন্ধ রেখে তার প্রয়োজনীয় মেরামতির কাজ সারতে হবে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version