Tuesday, November 4, 2025

Mamata Banerjee: এই জয় আপনাদের, কৃষি আইন প্রত্যাহার প্রসঙ্গে কৃষক সমাজকে অভিনন্দন মমতার

Date:

Share post:

কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের কৃষি আইনের (Farm Law) বিরুদ্ধে গর্জে উঠেছিল গোটা দেশের কৃষক (Farmers) সমাজ। কেন্দ্রের তিন বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধে শীত-গ্রীষ্ম-বর্ষা, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস আন্দোলনে উত্তপ্ত ছিল রাজধানী দিল্লি (Delhi)। সেই আন্দোলনের আঁচ ছড়ায় দেশের আনাচে-কানাচে। আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে অনেক কৃষককে। দেশজুড়ে জ্বলছিল আগুন। বিভিন্ন রাজ্যের নির্বাচন-উপনির্বাচনে কৃষক আন্দোলনের প্রভাব স্পষ্ট। কেন্দ্রের শাসক দল বিজেপির (BJP) দিক থেকে মুখ ফিরিয়েছে অনেক বন্ধু ও শরিক দলও। লোকসভা ভোটের দু’বছর আগে খুব স্বভাভিকভাবেই চাপ বাড়ছিলই মোদির উপর। অবশেষে চাপের মুখে কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত। গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) কৃষক সমাজের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেন।

এই কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শুরু থেকেই দেশের কৃষক সমাজের আন্দোলনের পাশে ছিল তৃণমূল (TMC)। বাংলার মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও সাংসদ, বিধায়ক, নেতা, মন্ত্রীরা কৃষি আইনের বিরোধিতা করে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। অবশেষে দীর্ঘ আন্দোলনের জয়।

কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানো বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে কৃষক সমাজের জয় বলে উল্লেখ করেন। টুইটারে তৃণমূল নেত্রী লেখেন, ‘‘বিজেপি কৃষকদের প্রতি নৃশংস। কিন্তু তার বিরুদ্ধেও যে সমস্ত কৃষক নিরলস ভাবে লড়াই চালিয়ে গিয়েছেন তাঁদের প্রত্যেককে আমার অভিনন্দন। এই জয় আপনাদের জয়। এই লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আমার শ্রদ্ধা।”

প্রসঙ্গত, গতবছর সেপ্টেম্বর মাসে বিতর্কিত কৃষি আইন সংসদের উভয় কক্ষে কার্যত সংখ্যাধিক্যের জোরে পাস করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এমন পদক্ষেপের বিরুদ্ধে পথে নামেন দেশের তামাম কৃষক সমাজ। হরিয়ানা, পাঞ্জাবের কৃষকদের মিছিল এসে হাজির হয় রাজধানী দিল্লির রাজপথে। তৃণমূল সহ বিরোধীরাও সরব হয় ৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে। আগামী বছরের শুরুতেই রয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়ার বিধানসভা নির্বাচন। তার আগে, বছরের শেষে এসে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করলেন মোদি। এই ঘটনাই প্রমাণ করে দেশজুড়ে কতটা চাপে আছে বিজেপি।

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...