Friday, August 29, 2025

Farm Laws: “পাকাপাকিভাবে আইন প্রত্যাহার না হলে আন্দোলন চলবে”, সাফ জানালেন রাকেশ টিকায়েত

Date:

শুক্রবার সকালে বিতর্কিত তিন কৃষি আইন(Farm Laws) প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা কৃষকদের কাছে এক বিরাট সাফল্য বলে মনে করছেন বিরোধীরা। কিন্তু কী বলছেন ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকায়েত(Rakesh Tikait)? প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে কৃষকদের মাঠে ফেরানোর কথা বললেও প্রধানমন্ত্রীর মুখের কথায় ভরসা রাখতে পারছেন না রাকেশ টিকায়েত। উল্টে তিনি বলেছেন, সরকার যতক্ষণ না পাকাপাকি ভাবে এই আইন প্রত্যাহারে সিলমোহর দিচ্ছে ততক্ষণ অবস্থান উঠবে না।

আরও পড়ুন:Farm Law:তৃণমূলের নেতৃত্বে বিরোধীদের প্রবল চাপ পড়ে পিছু হটলেন মোদি, তিন কৃষি আইন প্রত্যাহার

প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন,  “যতদিন না সংসদে এই তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত পাশ হচ্ছে ততদিন অবস্থান জারি থাকবে। আন্দোলন সেদিনই উঠবে যেদিন পাকাপাকিভাবে আইন উঠবে। আমরা সরকারের উচিত MSP ছাড়াও কৃষকদের অন্যান্য সমস্যা নিয়েও কথা বলা।”

গত বছর অতিমারি পর্বের সেপ্টেম্বর মাসে বিরোধী দলগুলির অনিচ্ছা সত্ত্বেও তিন কৃষি আইন পাশ করে কেন্দ্র সরকার। তারপর থেকেই এই আইনের বিরোধিতায় নামে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ আরও বেশ কিছু রাজ্যের কৃষকরা। এরপর নভেম্বর মাসে রাজধানীতে গিয়ে ধর্নায় বসেন কৃষকরা। আর তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য কৃষকরা আন্দোলনে বসে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কৃষক সংগঠনের নেতা(বিকেইউ),রাকেশ টিকায়েত। গুরুনানকের জন্মজয়ন্তীতে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) কৃষি আইনের প্রত্যাহারের কথা ঘোষণা করতেই  টিকায়েত স্পষ্টভাবে জানিয়ে দেন, ৬০০ আন্দোলনকারী কৃষকের আত্মবলিদান বিফলে যেতে দেব না।  এই আন্দোলনকে মজবুত করতে বহু কৃষক প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মবলিদানকে উৎসর্গ করে পরবর্তী পদক্ষেপের কথা ভাবা হবে।তারপরই তিনি সাফ জানিয়ে দেন, সংযুক্ত কিসান মোর্চা শুক্রবার এ বিষয়ে আলোচনা চালাবে। এবং সামগ্রিক বিষয় পর্যালেচনা করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।যতক্ষণ না আইন উঠবে ততদিন আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version