Wednesday, May 14, 2025

তৃণমূলে যোগ দিতে পারেন বরুণ গান্ধী? মমতার দিল্লি সফরের আগে বাড়ছে জল্পনা

Date:

খাতায়-কলমে তিনি বিজেপি সাংসদ(BJP MP) হলে কৃষক সমস্যা সহ নানা ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে মানেকা পুত্র বরুণ গান্ধীকে(Varun Gandhi)। এহেন বিজেপি সাংসদ এবার যোগ দিতে পারেন তৃণমূলে। অন্তত তেমনই জল্পনা চলছে জাতীয় রাজনীতিতে। আগামী সপ্তাহে দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর এই সফর তাৎপর্যপূর্ণ হতে পারে বলে ইতিমধ্যেই জানিয়েছেন তৃণমূলের এক শীর্ষ নেতা। অনুমান করা হচ্ছে মমতার এই দিল্লি সফরে বিজেপির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে তৃণমূল শিবিরে যোগ দিতে পারেন বরুণ।

জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিজেপির অন্যতম প্রতিপক্ষ ইতিমধ্যেই হয়ে উঠেছে তৃণমূল। রাজ্য ছাড়িয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে সংগঠন। এহেন পরিস্থিতিতে তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, ‘বিজেপি-র উপর যে সব নেতা ক্ষুব্ধ, কিন্তু কংগ্রেস যাওয়ার জায়গা নেই, তাঁরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন। এই মুহূর্তে মমতা তথা তৃণমূল কংগ্রেসই যে মোদিকে রুখতে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে।’ আর সেই হিসেবে বরুণ গান্ধীর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্ক ভীষণরকম তিক্ত হয়ে উঠেছে। মানেকা গান্ধী ও বরণ গান্ধীকে বিজেপির জাতীয় কর্মসমিতির থেকে ছেঁটে ফেলা হয়েছে। সম্প্রতি লখিমপুর হিংসার পর কৃষক হত্যার নিন্দা করেছিলেন বরুণ। মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনে নাথুরাম গডসের বিরুদ্ধেও সরব হয়েছিলেন। রাজনৈতিক সূত্রের মতে, বিজেপি ছাড়লে তাঁর একটি নতুন রাজনৈতিক মঞ্চের প্রয়োজন হবে। অথচ কংগ্রেস পরিবারে বরুণের যাওয়া সম্ভব নয়। তাই তাঁর তৃণমূল যোগের সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই এ বিষয়ে গোপনে আলোচনা শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:Farm Laws: “পাকাপাকিভাবে আইন প্রত্যাহার না হলে আন্দোলন চলবে”, সাফ জানালেন রাকেশ টিকায়েত

প্রসঙ্গত, সম্প্রতি মমতার গোয়া সফরে তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। গোয়া, ত্রিপুরা, আসাম, মেঘালয় পাশাপাশি তৃণমূলের নজরে রয়েছে উত্তর প্রদেশও। ২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরই মাঝে মমতার ‘তাৎপর্যপূর্ণ’ দিল্লি সফরে কোন শীর্ষ নেতৃত্ব বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সে দিকেই নজর থাকবে জাতীয় রাজনীতির।

Related articles

আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আজ বিকেলে নবান্নে (Nabanna) রাজ‍্য মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। ভারত-পাকিস্তান সংঘর্ষ...

আজ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ডিএ মামলার শুনানি

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ (DA )মামলার শুনানি হতে চলেছে। গত আড়াই বছরে...

সেনার স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ! পাক কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ বিদেশমন্ত্রকের 

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (cease fire) মাঝে এবার কূটনৈতিক দিক থেকে ইসলামাবাদ আর নয়াদিল্লির মধ্যে বাড়ছে টানটান উত্তেজনা।...

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...
Exit mobile version