আগামী বছর ভারতেই হবে আইপিএল, বললেন বিসিসিআই সচিব জয় শাহ

'আইপিএলের পঞ্চদশ মরশুম ভারতে হবে। নতুন দু’টি দল যোগ দেওয়ায় এ বার টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হতে চলেছে'

২০২১ সালে করোনার কারণে আইপিএলের (IPL) দ্বিতীয় পর্ব আয়োজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। কিন্তু আগামী বছর ভারতেই আয়োজন করা হবে আইপিএল, শনিবার এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ ( Jay Shah)।

এদিন চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে জয় শাহ বলেন,” আমি জানি আপনারা চিপকে চেন্নাই সুপার কিংসের খেলা দেখতে চান। সেই সময় অবশ্য বেশি দূরে নেই। আইপিএলের পঞ্চদশ মরশুম  হবে ভারতেই। এবার নতুন দু’টি দল যোগ দেওয়ায় আগামী বছর টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হতে চলেছে।”

এরপাশাপাশি জয় শাহ আরও বলেন,” সামনেই বড় নিলাম রয়েছে। তার পরে প্রতিটি দল কেমন তৈরি হয়, সে দিকে তাকিয়ে আছি। আশা করছি আরও উত্তেজক টুর্নামেন্ট হবে।”

আরও পড়ুন:ইডেনে ম‍্যাচ দেখার সময় পরতে হবে মাস্ক, নেওয়া যাবে না কোনও খাবার বা জলের বোতল

 

Previous articleSoumitra Khan: “লোকসভায় মেরেকেটে ৩টি আসন পাবে বিজেপি”, সৌমিত্র খাঁ-এর গোপন অডিও ক্লিপ ফাঁস
Next articleবিজেপি প্রমাণ করলো ত্রিপুরার জঙ্গলরাজ চলছে: হামলার পর আরেক সভা থেকে সরব কুণাল