Thursday, August 28, 2025

রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও রোহিত শর্মা (Rohit Sharma) কোচ-অধিনায়ক জুটি জয় দিয়ে ভারতের নতুন সফর শুরু করলেন। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ (T20) সিরিজ খেলল ভারত। জয়পুর, রাঁচি ও কলকাতা… তিন শহরের তিন ম্যাচে তিন জয় রোহিতের ভারতের। টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, “আমি মনে করি এটা সত্যিই একটা ভালো সিরিজ জয়। সকলেই সিরিজে খুব ভালো খেলেছে। ভালো লাগছে, শুরুটা ভালো হয়েছে। আমরা বেশ বাস্তববাদী। তবে এই সিরিজে জেতার পরও কিন্তু আমাদের পা মাটিতেই রাখতে হবে।”
কিউয়িদের ৩-০ ব্যবধানে হারালেও তাদের জন্য এই সিরিজটা কঠিন ছিল বলছেন দ্রাবিড়। তাঁর কথায়, “বিশ্বকাপের ফাইনাল খেলা এবং তারপর তিন দিন পরে ছয় দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলা নিউজিল্যান্ডের পক্ষে সহজ ছিল না। আমাদের দৃষ্টিকোণ থেকে চমৎকার কিন্তু আমাদের এই সিরিজ থেকে শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে।”
তিনি বলেন, “কিছু অল্পবয়সী ছেলেদের এই সিরিজে পারফরম্যান্স দেখে সত্যিই ভালো লাগল। আমরা এমন কিছু ছেলেদের সুযোগ দিয়েছিলাম যারা গত কয়েক মাসে বেশি ক্রিকেট খেলেনি। এবং বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারদের আমরা বিশ্রাম দিয়েছিলাম। আমরা এই সিরিজ থেকে যে অভিজ্ঞতাটা পেলাম সেটা আমরা আগামী দিনে কাজে লাগাতে পারব।”
বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটাররা বিশ্রামে থাকলেও তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে বাজিমাত করেছে রোহিতের ভারত। যা নিয়ে দ্রাবিড় আরও বলেন, “এটা দেখে সত্যিই ভালো লাগছে যে আমাদের কাছে বিকল্প আছে এবং আমরা মিলিয়ে মিশিয়ে খেলতে পারি। এখন থেকে পরের বিশ্বকাপ অবধি অনেকটা সময় রয়েছে আমাদের প্লেয়াররা অনেকটা সময় পাবে।”

Related articles

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...
Exit mobile version