Sunday, August 24, 2025

Election Commission: কোভিড পরিস্থিতি দেখেই কলকাতা-হাওড়ায় পুরভোটের সিদ্ধান্ত: কমিশনের সর্বদলে জানাল TMC

Date:

প্রথম পর্যায় কলকাতা ও হাওড়ায় পুর নির্বাচন হওয়ার কথা। পরে রাজ্যের কোভিড (Covid) পরিস্থিতি বিচার করে ধাপে ধাপে বকেয়া সমস্ত পুরসভার ভোট নেওয়া হবে। বিরোধীদের প্রশ্নের জবাবে একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিল শাসকদল তৃণমূল (Tmc)। কলকাতা ও হাওড়া পুরসভার ভোটের প্রস্তুতিতে সোমবার সর্বদল বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন। সেখানে বিজেপি-সহ বিরোধীদের তরফে একযোগে রাজ্যের মেয়াদ ফুরানো সব পুরসভায় ভোট করানোর দাবি তোলা হয়। বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তাপস রায় (Tapas Ray) জানিয়ে দেন, করোনা বিধি মেনে ভোট করানোর জন্যই ভাগে ভাগে পুরভোট করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পিছনে অন্য কোনও অভিসন্ধি নেই। কলকাতায় ৮৫ শতাংশ দ্বিতীয় ডোজের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। হাওড়ায় দ্বিতীয় ডোজ়ের টিকা পেয়েছেন ৫৫ শতাংশ মানুষ। তাই এই দুই পুরসভার ভোট প্রথম দফায় করতে চায় রাজ্য। এর পর আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে ভোট করবে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলেও তিনি জানান।তাপস রায় ছাড়াও বৈঠকে ছিলেন তৃণমূলের দেবাশিস কুমার। এছাড়া বিজেপি, কংগ্রেস, সিপিআইএম সহ বামফ্রন্টের বিভিন্ন শরিক দলের প্রতিনিধিরাও ছিলেন।

বৈঠকে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় প্রচার করতে হবে নিয়ম মেনে।
• সন্ধে ৭টা থেকে সকাল ১০ টা পর্যন্ত মাইকে প্রচার করা যাবে না।
• বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা যাবে।
• প্রচার শেষ করতে হবে ভোট শুরুর ৭২ ঘণ্টা আগে।
• সকাল ৭ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হবে।

মঙ্গলবার, করবে নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- Mamata Banerjee in Delhi: সাউথ এভিনিউয়ে ৩০ মিনিটের বেশি সময় অন্ধকারে থাকলেন মুখ্যমন্ত্রী!

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version