Monday, November 10, 2025

Mamata Banerjee in Delhi: সাউথ এভিনিউয়ে ৩০ মিনিটের বেশি সময় অন্ধকারে থাকলেন মুখ্যমন্ত্রী!

Date:

অন্ধকারে ডুবল দিল্লির সাউথ এভিনিউ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি (Mamata Banerjee in Delhi) পৌঁছনোর পরই মেজর কেবল ফল্ট। ফলে ৩০ মিনিটের বেশি সময় ধরে অন্ধকারেই থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি (Mamata Banerjee in Delhi) সফরের প্রথম দিনেই অন্ধকারে ডুবল পুরো সাউথ এভিনিউ। ৬.৪৭ থেকে শুরু করে ৭.২৫ পর্যন্ত অন্ধকার রইল পুরো সাউথ এভিনিউ। সোমবার বিকেলেই দিল্লি (Delhi) পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ দিনই সন্ধের পর থেকেই কার্যত অন্ধকারে বসে থাকতে হয়েছে মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন-Sayani Ghosh: ফের ত্রিপুরায় বড় জয় তৃণমূলের, জামিন পেলেন যুব সভানেত্রী সায়নী

সাধারণত দিল্লিতে এলে তিনি ওঠেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি ১৮৩ সাউথ এভিনিউতে। নজিরবিহীন ঘটনা অর্থাৎ সাউথ এভিনিউতে আধ ঘণ্টার উপর অন্ধকার শেষ কবে হয়েছে তা মনে করতে পারেন না কেউই। বিগত ১০ বছরের মধ্যে টানা আধ ঘন্টার বেশি লোডশেডিং দেখেনি সাউথ এভিনিউয়ের মত ভিভিআইপি এলাকা। দিল্লির সাউথ এভিনিউয়ের এই এলাকাটি শুধু হাইপ্রোফাইলই নয় এটি হাই প্রটেক্টেট এলাকাও।

বাংলার মুখ্যমন্ত্রীর রাজধানী (Delhi) সফরের প্রথম দিনই এই ধরনের নজিরবিহীন ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এনডিএমসি-র তরফে জানানো হয়েছে মেজর পাওয়ার ফল্টের জন্যই এই ঘটনা ঘটেছে। এনডিএমসি আদতে স্বরাষ্ট্র দফতরের অধীনে। স্বভাবতই প্রশ্ন উঠেছে যখন এনডিএমসি কর্তৃপক্ষ জানতই আজ বাংলার মুখ্যমন্ত্রী এখানে আসছেন তাহলে কেন তাদের তরফে এই ধরনের অনাকাঙ্খিত ঘটনার জন্য আগে থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version