Friday, January 30, 2026

Tripura: আজ দুপুরেই আগরতলায় সভা তৃণমূলের, সকাল থেকেই সায়নীর পাশে শীর্ষ নেতৃত্ব 

Date:

Share post:

(দুপুর দুটোয় আগরতলার ওরিয়েন্ট চৌমোহনীতে পথসভা করবে তৃণমূল। সভায় থাকবেন সুস্মিতা দেব, কুণাল ঘোষ, অর্পিতা ঘোষরা।)

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) পদযাত্রা এবং সভার কর্মসূচিতে ভয় পেয়েছে ত্রিপুরার বিজেপি (Bjp)। সেই কর্মসূচি বানচাল করতেই রবিবার দিনভর চিত্রনাট্য তৈরি করে বিপ্লব দেবের পুলিশ। বিকেলে গ্রেফতার করা হয় যুব নেত্রী সায়নী ঘোষকে (Sayani Ghosh)। বাতিল করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। তবে, সোমবার সকালেই আগরতলা পৌঁছে গিয়েছেন তৃণমূল (Tmc) সাংসদ। এদিন দুপুর দুটোয় আগরতলার ওরিয়েন্ট চৌমোহনীতে পথসভা করবে তৃণমূল। সভায় থাকবেন সুস্মিতা দেব (Sushmita Dev), কুণাল ঘোষ (Kunal Ghosh), অর্পিতা ঘোষরা (Arpita Ghosh)। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, তাঁদের প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে বিজেপি। তবে, ত্রিপুরার মানুষ তৃণমূলের পাশেই আছেন। তাদেরই এবার ভোট দেবেন ত্রিপুরাবাসী। এবার “চুপচাপ জোড়া ফুলে ছাপ”।

এদিন সকালে সায়নী ঘোষকে দেখতে থানায় যান তৃণমূলের নেতা তথা বাংলার মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), সাংসদ সুস্মিতা দেব, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, অর্পিতা ঘোষরা। সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্জয় বসু, শঙ্কর লোধ, অগ্নিশ বসু। SDPO রমেশ যাদবের সঙ্গে আলোচনা করেন। কথা বলেন সায়নীর সঙ্গেও।

ত্রিপুরায় আহত নেতা-কর্মীদের মনোবল বাড়াতে রবিবার রাতেই ত্রিপুরায় যাওয়ার চেষ্টা করেন অভিষেক। কিন্তু বিমানবন্দরের টেকনিক্যাল সমস্যার কারণ সেটা সম্ভব হয়নি। সোমবার সকালে সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রতি মুহূর্তে তিনি যোগাযোগ রাখছেন অন্যান্য নেতা-নেত্রীদের সঙ্গে। এদিন দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

 

 

 

 

spot_img

Related articles

নিরাপদ খাদ্যের অঙ্গীকারে রাজপথে দৌড়, উন্মোচিত হল ‘মুক্তি’-র টি-শার্ট ও মেডেল

থালায় রাসায়নিকমুক্ত খাবার এবং শরীরে সুস্থতার স্পন্দন; এই দুই লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় হয়ে গেল রান ফর সেফ...

‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকম সাহিত্যিক আড্ডার সাক্ষী থাকল পাঠককুল। ২৯ জানুয়ারি প্রকাশিত হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও...

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে...

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...