Thursday, July 3, 2025

Tripura: আজ দুপুরেই আগরতলায় সভা তৃণমূলের, সকাল থেকেই সায়নীর পাশে শীর্ষ নেতৃত্ব 

Date:

Share post:

(দুপুর দুটোয় আগরতলার ওরিয়েন্ট চৌমোহনীতে পথসভা করবে তৃণমূল। সভায় থাকবেন সুস্মিতা দেব, কুণাল ঘোষ, অর্পিতা ঘোষরা।)

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) পদযাত্রা এবং সভার কর্মসূচিতে ভয় পেয়েছে ত্রিপুরার বিজেপি (Bjp)। সেই কর্মসূচি বানচাল করতেই রবিবার দিনভর চিত্রনাট্য তৈরি করে বিপ্লব দেবের পুলিশ। বিকেলে গ্রেফতার করা হয় যুব নেত্রী সায়নী ঘোষকে (Sayani Ghosh)। বাতিল করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। তবে, সোমবার সকালেই আগরতলা পৌঁছে গিয়েছেন তৃণমূল (Tmc) সাংসদ। এদিন দুপুর দুটোয় আগরতলার ওরিয়েন্ট চৌমোহনীতে পথসভা করবে তৃণমূল। সভায় থাকবেন সুস্মিতা দেব (Sushmita Dev), কুণাল ঘোষ (Kunal Ghosh), অর্পিতা ঘোষরা (Arpita Ghosh)। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, তাঁদের প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে বিজেপি। তবে, ত্রিপুরার মানুষ তৃণমূলের পাশেই আছেন। তাদেরই এবার ভোট দেবেন ত্রিপুরাবাসী। এবার “চুপচাপ জোড়া ফুলে ছাপ”।

এদিন সকালে সায়নী ঘোষকে দেখতে থানায় যান তৃণমূলের নেতা তথা বাংলার মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), সাংসদ সুস্মিতা দেব, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, অর্পিতা ঘোষরা। সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্জয় বসু, শঙ্কর লোধ, অগ্নিশ বসু। SDPO রমেশ যাদবের সঙ্গে আলোচনা করেন। কথা বলেন সায়নীর সঙ্গেও।

ত্রিপুরায় আহত নেতা-কর্মীদের মনোবল বাড়াতে রবিবার রাতেই ত্রিপুরায় যাওয়ার চেষ্টা করেন অভিষেক। কিন্তু বিমানবন্দরের টেকনিক্যাল সমস্যার কারণ সেটা সম্ভব হয়নি। সোমবার সকালে সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রতি মুহূর্তে তিনি যোগাযোগ রাখছেন অন্যান্য নেতা-নেত্রীদের সঙ্গে। এদিন দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

 

 

 

 

spot_img

Related articles

পুনেতে ধর্ষণ করে ‘সেলফি’ ডেলিভারি বয়ের, উচ্চবিত্ত আবাসনেও নেই নিরাপত্তা!

নিরাপত্তার বেষ্টনী টপকে পুনে শহরের উচ্চবিত্ত নামকরা আবাসনে ধর্ষণের (Rape in Pune) ঘটনা! ফ্ল্যাটে ঢুকে ২২ বছরের তরুণীকে...

কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

কাকার সঙ্গে প্রেম! যার জেরে বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি (Contract killer) লাগিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল...

স্যোশাল মিডিয়ায় উস্কানি-ক্রমবর্ধমান সাইবার ক্রাইম রোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে শাহকে চিঠি মমতার

সোশ্যাল মিডিয়া উসকানিমূলক পোস্ট এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ (Cyber Crime) রুখতে কেন্দ্রের কাছে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে...

কুলদীপকে প্রথম একাদশে না দেখে হতাশ সৌরভ

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা হয়নি কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। সেটা দেখেই খানিকটা হতবাক...