ত্রিপুরায় বিজেপির গুণ্ডামির মাঝে আজ তৃণমূলের পথসভা, অভিষেকের সাংবাদিক বৈঠক

অনুমতি থাকা সত্ত্বেও বাতিল করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা

জঙ্গলের রাজত্ব ত্রিপুরায়। আক্রান্ত তৃণমূল কর্মীরা। গ্রেফতার যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। থানায় ঢুকে হামলা। রক্ত ঝরছে আগরতলার মাটিতে। এর মাঝেই আজ আগরতলায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অনুমতি থাকা সত্ত্বেও বাতিল করা হয়েছে তাঁর আগরতলায় পূর্ব নির্ধারিত পদযাত্রা। কিন্তু আক্রান্ত দলীয় নেতা-নেত্রী এবং কর্মীদের পাশে দাঁড়াতে আগরতলা আসছেন সাংসদ। অন্যদিকে দুপুর বারোটায় তৃণমূল কংগ্রেস আগরতলায় পথসভা করবে। প্রতিবাদে সোচ্চার হবে রবিবারের তাণ্ডব আর অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে। বিকেল তিনটেতে সাংবাদিকদের মুখোমুখি হবেন সাংসদ। ত্রিপুরায় ভোটের তিনদিন আগে তাঁর সাংবাদিক বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে আজই নয়াদিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে দলের সাংসদরা আজ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন। সব মিলিয়ে ত্রিপুরায় জঙ্গল রাজত্বের বিরুদ্ধে দিল্লি থেকে আগরতলা, সরব হবে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- KMC Election: কলকাতা-হাওড়া পুরভোটের প্রস্তুতি! সোমবার সর্বদল বৈঠক কমিশনের