Friday, May 16, 2025

Meeting: ফের বিজেপির কথার সুর ধনকড়ের কণ্ঠে, পুরভোট-বৈঠকে সংঘাতের কাঁটা

Date:

রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড়

 

ধনকড় আছেন ধনকড়েই। বেশ কিছুদিন নীরব থাকার পরে ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল। বিজেপির (Bjp) দাবির প্রতিধ্বনি তাঁর কথায়। এবার ইস্যু পুরভোট। রাজ্যের পুরভোট নিয়ে আলোচনা করতে মঙ্গলবার, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে (Sourav Das) তলব করেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। তারপরে বৈঠকের বিষয় নিয়ে টুইট করে রাজ্যপাল। পুরভোট নিয়ে বিজেপির সুর ফের জগদীপ ধনকড়ের কণ্ঠে।

যথারীতি বিজেপির সুরেই সুর মেলালেন রাজ্যপাল। রাজ্যের ১১২ টি পুরসভাতেই একই সঙ্গে ভোট চাইলেন তিনি। গেরুয়া শিবিরের যুক্তিরই প্রতিধ্বনি শোনা গেল তাঁর কথায়। স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন করতে হলে নাকি ভোট করতে হবে একই সঙ্গে। সৌরভ দাসের সঙ্গে বৈঠকে ঘণ্টাখানেক ধরে নানাভাবে তাঁকে এই কথাটাই বোঝাতে চেষ্টা করেন ধনকড়। অথচ রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই যুক্তি এবং তথ্য দিয়ে জানিয়ে দিয়েছে, যে একই সঙ্গে ১১২টি পুরসভায় ভোটগ্রহণ সম্ভব নয়। শুধু তাই নয়, এই সিদ্ধান্ত যে রাজ্যের কোভিড পরিস্থিতি এবং টিকাকরণের ভিত্তিতে করা হয়েছে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও তৃণমূলের অভিযোগের মতোই বিজেপির কথাই বলছেন রাজ্যপাল।

 

 

 

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version