R Ashwin: দিল্লি ক‍্যাপিটালসের চিন্তাভাবনায় নেই তিনি, নিজেই সেকথা জানালেন অশ্বিন

'আমি দিল্লি ক‍্যাপিটালসের ভাবনায় নেই'

আগামী বছর থেকে ১০ দলে হতে চলেছে আইপিএল( Ipl)। তার আগে আগামী বছরের শুরুতে আয়োজিত হবে আইপিএলের মেগা নিলাম। এই নিলামের আগে পুরোনো আটটি ফ্র্যাঞ্চাইজি চারজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। এই পরিস্থিতিতে আইপিএলের অন্যতম শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পক্ষে চার খেলোয়াড় বাছাই করা বেশ কঠিন। তবে অশ্বিনকে ধরে রাখতে চায় না তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার অশ্বিন নিজেই সেকথা জানিয়ে দিলেন। পাশাপাশি অশ্বিন এও বলেন যে, শ্রেয়স আইয়ারকেও (Shreyas Iyer) রাখবেন না দিল্লি!

নিজের ইউটিউব চ‍্যানেলে অশ্বিন বলেন,” আমি দিল্লি ক‍্যাপিটালসের ভাবনায় নেই। আমার মনে হয় শ্রেয়সও নেই তাদের ভাবনায়। কেউ হয়তো আসবে। আমি থাকলে আমি জানতে পারতাম।”

দিল্লির হয়ে অশ্বিন ২৮ ইনিংসে ২০ উইকেট নিয়েছেন। গত আইপিএলে শীর্ষ স্থানে থেকেই প্লে-অফসে উঠেছিল দিল্লি।

আরও পড়ুন:ScEastBengal: ‘ডার্বি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছি’, বললেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ

Previous articlePriyanka Chopra-Nick Jonas: সত্যিই কি বিয়ে ভাঙছে? নাকি শুধুই পাবলিসিটি স্টান্ট
Next articleWB Health Department:নিম্নমুখী সংক্রমণের গ্রাফ, সাময়িকভাবে বন্ধ হচ্ছে কোভিড হাসপাতাল ও সেফ হোম