Wednesday, November 12, 2025

Delhi: বিজেপিকে হটানোই লক্ষ্য, দ্রুত হরিয়ানা-পাঞ্জাব যেতে চাই: জানালেন মমতা

Date:

(এখন থেকেই কাজ শুরু করে দিতে হবে। সব রাজ্যকে এগোতে হবে, না হলে দেশ এগোবে না। মন্তব্য তৃণমূল সুপ্রিমোর)

 

মণীশ কীর্তনিয়া, নয়াদিল্লি

 

গোবলয় থেকে বিজেপিকে উৎখাত করাই যে লক্ষ্য দিল্লি সফরের দ্বিতীয় দিনে তা ফের স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন দ্রুত যেতে চান হরিয়ানা-পঞ্জাবে। রাজনৈতিক মহলে জল্পনা ছিলই, তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) উপস্থিতিতে দিল্লিতে বড় চমক দেখা যাবে। আর ঠিক সেই জল্পনা সত্যি করে মঙ্গলবার দুপুর থেকে একে একে প্রাক্তন বিজেপি, জেডিইউ, কংগ্রেস সাংসদ যোগ দিলেন তৃণমূলে। তাঁদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। “বিজেপিকে হটানোই লক্ষ্য। কাজ শুরু করে দিতে হবে এই মুহূর্ত থেকেই”- যোগদানের পর অশোক তানোয়ারের সঙ্গে আসা অনুগামীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। এদিন, তৃণমূলে যোগ দেন প্রাক্তন JDU সাংসদ পবন ভার্মা (Pavan Varma), প্রাক্তন BJP সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad) ও তাঁর স্ত্রী পুনম আজাদ, প্রাক্তন কংগ্রেস (Congress) সাংসদ অশোক তানোয়ার (Ashok Tanwar)। এদিন, মমতার সঙ্গে দেখা করেন জাভেদ আখতার এবং সুধীন কুলকার্নি।

অশোক তানোয়ারের অনুরোধে তাঁর অনুগামীদের সঙ্গে দেখা করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “অশোকজির সঙ্গে যাঁরা এসেছেন সকলকে স্বাগত। ওর বাবা দেশের জন্য লড়াই করেছেন। আজ থেকে ওর পরিবার তৃণমূল পরিবারে এলেন। আপনারা এখন থেকেই কাজ শুরু করুন। অশোকজি গোয়া যাবেন। কলকতায় বৈঠক করবেন।”

এরপরেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ করে মমতা বলেন, “বিজেপিকে হারানোর জন্য এটা বড় সিদ্ধান্ত। সকলকে ধন্যবাদ। ভালো করে কাজ করুন। আমি হরিয়ানা-পঞ্জাব যাব, আপনারা প্রস্তুতি নিন। পুরো হরিয়ানা জুড়ে আপনারা কাজ শুরু করে দিন।” তৃণমূল নেত্রী বলেন, “সব রাজ্যকে এগোতে হবে, তা না হলে দেশ এগোবে না।”

কৃষি আইনের বিরোধিতায় আন্দোলনের জেরে হরিয়ানায় বিজেপির পায়ের তলার মাটি নড়বড়ে।বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে সেই সমস্যা সামাল দেওয়ার চেষ্টা করেছে গেরুয়া শিবির। কিন্তু এখনো আন্দোলন থেকে সরে আসেনি কৃষকরা। এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রীর টার্গেট মিশন হরিয়ানা।

তৃণমূলে যোগ দিয়ে পবন ভার্মা বলেন, “২০২৪ এ লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে দেখতে চাই। এই মুহূর্তে দেশের সবথেকে শক্তিশালী বিরোধী মুখ হলেন তৃণমূল নেত্রী”। কীর্তি আজাদ বলেন, “যতদিন রাজনীতি করব দিদির সঙ্গে থাকব। দিদি জমিতে নেমে মানুষের জন্য লড়াই করছেন। দিদির মতো নেত্রী আজ দেশের দরকার। দেশে এখন বিভাজনের রাজনীতি চলছে যা দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। দেশের একতা বজায় রাখার জন্য দিদিকে দরকার।”

চার দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। বুধবার, তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হওয়ার কথা।

 

 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...
Exit mobile version