Thursday, November 27, 2025

Supreme Court: পুরভোটে নিরাপত্তার কী ব্যবস্থা? দেড় ঘণ্টার মধ্যে ত্রিপুরা সরকারকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না ত্রিপুরা (Tripura) সরকার। আদালত অবমাননার অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল (Tmc)। যার প্রেক্ষিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের (Supreme Court) পুরভোটের গণনার দিন পর্যন্ত নিরাপত্তার কী কী ব্যবস্থা নেওয়া হয়েছ, তা ত্রিপুরা সরকারকে দেড় ঘণ্টার মধ্যে জানাতে বললেল বিচারপতি। তৃণমূল অভিযোগ করে, সুপ্রিম কোর্ট নিরাপত্তা রক্ষার নির্দেশ দেওয়া সত্ত্বেও হিংসা থামেনি। এই পরিস্থিতিতে ত্রিপুরায় পুরভোট স্থগিতের আবেদন জানায় জোড়া ফুল শিবির।

সোমবারই তৃণমূলের আবেদন গ্রহণ করে শীর্ষ আদালত। মঙ্গলবার, শুনানিতে তৃণমূলের আইনজীবী বলেন, শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও নিরাপত্তা নেই তৃণমূল কর্মীদের, পুরভোটের জন্য প্রচার করা সম্ভব হচ্ছে না, দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।

বৃহস্পতিবার, ত্রিপুরায় পুরভোট তার আগেই অশান্ত হয়ে ওঠে রাজ্য। লাগাতার তৃণমূলের প্রার্থী, কর্মী, নেতাদের উপর আক্রমণ করে বিজেপির গুন্ডাবাহিনী। হাস্যকর অজুহাতে গ্রেফতার করা হয় তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষকে। থানা আক্রমণ করে প্রাণঘাতী হামলা করা হয়েছে তৃণমূল নেতৃত্বের উপর। সোমবার ত্রিপুরায় গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। মঙ্গলবারও আগরতলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে ত্রিপুরা সরকার রোবট গ্রহণ থেকে গণনা পর্যন্ত কী ব্যবস্থা নিচ্ছে তা স্পষ্ট ভাবে জানাতে নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি আজই তিনটে পঁয়তাল্লিশে।

 

 

spot_img

Related articles

পহেলগাম-কাণ্ডে নাম জড়িয়ে বিজেপিশাসিত রাজ্যে সাইবার প্রতারণা! আইনজীবীর আত্মহত্যার অভিযোগ

ডবলইঞ্জিনের রাজ্যে সাইবার প্রতারণার শিকার হয়ে আত্মহত্যার অভিযোগ। পহেলগাম (Pahalgam) জঙ্গি হামলার সঙ্গে নাম জুড়ে দেওয়ার ভয়ঙ্কর মানসিক...

পকেট ফাঁকা মধ্যবিত্তের, অঘ্রাণের বিয়ের মরশুমে লাফিয়ে বাড়ছে সোনার দাম!

কার্তিক পেরিয়ে অঘ্রান মাস পড়তে না পড়তেই পঞ্জিকা আর ক্যালেন্ডার মিলিয়ে একের পর এক বিয়ের লগনে সোনার দোকানে...

ইমরানের মৃত্যুর খবর সম্পূর্ণ ‘ভিত্তিহীন’: জানাল জেল কর্তৃপক্ষ, কী পদক্ষেপ অবস্থানরত বোনেদের!

পাকিস্তানের জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) খুন করার গুজব ওড়াল জেল কর্তৃপক্ষ। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে...

নিয়োগ আটকাতে চাইছে বিরোধীরা, এসএসসি স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিয়েছে: ব্রাত্য

সুপ্রিম রায়ে ২৬ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করা বিরোধীরা এবার এসএসসির নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষাও বানচাল করার...