Tuesday, May 6, 2025

Supreme Court: পুরভোটে নিরাপত্তার কী ব্যবস্থা? দেড় ঘণ্টার মধ্যে ত্রিপুরা সরকারকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

Date:

সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না ত্রিপুরা (Tripura) সরকার। আদালত অবমাননার অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল (Tmc)। যার প্রেক্ষিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের (Supreme Court) পুরভোটের গণনার দিন পর্যন্ত নিরাপত্তার কী কী ব্যবস্থা নেওয়া হয়েছ, তা ত্রিপুরা সরকারকে দেড় ঘণ্টার মধ্যে জানাতে বললেল বিচারপতি। তৃণমূল অভিযোগ করে, সুপ্রিম কোর্ট নিরাপত্তা রক্ষার নির্দেশ দেওয়া সত্ত্বেও হিংসা থামেনি। এই পরিস্থিতিতে ত্রিপুরায় পুরভোট স্থগিতের আবেদন জানায় জোড়া ফুল শিবির।

সোমবারই তৃণমূলের আবেদন গ্রহণ করে শীর্ষ আদালত। মঙ্গলবার, শুনানিতে তৃণমূলের আইনজীবী বলেন, শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও নিরাপত্তা নেই তৃণমূল কর্মীদের, পুরভোটের জন্য প্রচার করা সম্ভব হচ্ছে না, দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।

বৃহস্পতিবার, ত্রিপুরায় পুরভোট তার আগেই অশান্ত হয়ে ওঠে রাজ্য। লাগাতার তৃণমূলের প্রার্থী, কর্মী, নেতাদের উপর আক্রমণ করে বিজেপির গুন্ডাবাহিনী। হাস্যকর অজুহাতে গ্রেফতার করা হয় তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষকে। থানা আক্রমণ করে প্রাণঘাতী হামলা করা হয়েছে তৃণমূল নেতৃত্বের উপর। সোমবার ত্রিপুরায় গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। মঙ্গলবারও আগরতলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে ত্রিপুরা সরকার রোবট গ্রহণ থেকে গণনা পর্যন্ত কী ব্যবস্থা নিচ্ছে তা স্পষ্ট ভাবে জানাতে নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি আজই তিনটে পঁয়তাল্লিশে।

 

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version