অনন্য নজির গড়লেন হরমনপ্রীত কৌর( Harmanpreet Kaur)। ভারতের প্রথম ক্রিকেটার ( cricketer) হিসেবে মহিলাদের বিগ ব্যাশ লিগে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হলেন হরমনপ্রীত। হরমনপ্রীত পেয়েছেন ৩১টি ভোট। এক্ষেত্রে ভারতীয় এই ব্যাটার হারিয়েছেন পার্থ স্কর্চার্সের দুই ক্রিকেটার সোফি ডেভিন এবং বেথ মুনিকে, দু’জনেই পেয়েছেন ২৮টি করে ভোট।

চলতি বছর বিগ ব্যাশে ফিরেছেন হরমনপ্রীত। দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় এই ব্যাটার। এখনও পর্যন্ত ১১টি ইনিংসে রান করেছেন ৩৯৯। গড় ৬৬.৫০। রয়েছে একটি শতরানও। এরপাশাপাশি বল হাতে নিয়েছেন ১৫টি উইকেট। ছয় মারার তালিকাতেও তিনি শীর্ষে। মেরেছেন ১৮টি ছয়।
আরও পড়ুন:Roy Krishna: ডার্বিতে ফোকাসড রয় কৃষ্ণা, ম্যাচের আগে লাল-হলুদকে সমীহ ফিজি তারকার
