Thursday, November 6, 2025

Municipal Election: পিছোল পুরভোট মামলার শুনানি, সিদ্ধান্ত নিতে হবে কমিশনকেই 

Date:

পিছিয়ে গেল পুরভোট মামলার শুনানি। বুধবার পুরভোটের মামলার শুনানি থাকলেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতির সিদ্ধান্ত , আগামী সোমবার হবে এই মামলার শুনানি। আইনজীবীরা জানিয়েছেন, কোর্টের লিখিত কোনও নির্দেশ না থাকায় কমিশন পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। ফলে ১৯ ডিসেম্বর ভোট করানো নিয়ে এখন কমিশনের কোর্টে বলে মনে করছেন আইনজীবীরা। অন্যদিকে, হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation) সংশোধনী বিল ২০২১ নিয়ে জটিলতা রয়েছে। বিধানসভায় বিলটি পাস হলেও তাতে এখনও সিলমোহর দেননি রাজ্যপাল জগদীপ ধনকড়।

আরও পড়ুন- Threat to Gautam Gambhir: বিজেপি সাংসদ গৌতমকে খুনের হুমকি!

ফলে,  কমিশন নিজের ক্ষমতা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করলেও এক্ষেত্রে কলকাতা পুরসভার ভোট হতেই পারে। তবে, হাওড়া পুরসভার ভোটের ক্ষেত্রে অপেক্ষা করতে হবে মামলার শুনানি হওয়া পর্যন্ত। এরই পাশাপাশি , পশ্চিমবঙ্গের সব পুরসভায় একসঙ্গে ভোটগ্রহণ সম্ভব নয়। হাইকোর্টে এই বিষয় হলফনামা দিয়ে জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন।

কমিশনের তরফে সোমবারই হাইকোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছে। রাজ্যের ১১২টি পুরসভায় একসঙ্গে পুরভোটে আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিল বিজেপি। তৃণমূল ছাড়া বাকি রাজনৈতিক দলগুলিও একসঙ্গে পুরভোট করানোর দাবি তোলে। এর প্রেক্ষিতেই হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চায় একসঙ্গে পুরভোট নয় কেন? কমিশনের আইনজীবী বিচারপতিকে জানান, তাঁরা হলফনামা দিয়ে বিষয়টি জানাতে চান। সোমবার কমিশনের তরফে সেই হলফনামাই জমা দেওয়া হয়েছে।
হলফনামায় উল্লেখ করা হয়, একসঙ্গে রাজ্যে পুরভোট করানো বাস্তবিকই কমিশনের পক্ষে অসম্ভব। কারণ হিসেবে পরিকাঠামোর অপ্রতুলতার কথা তুলে ধরা হয়।
একই সঙ্গে হলফনামায় করোনা পরিস্থিতিরও উল্লেখ করা হয়। কলকাতা ও হাওড়ায় টিকাকরণ অনেকটাই এগিয়ে গিয়েছে। সেই কারণেই প্রথম দফায় এই দু’টি পুরসভাকে ভোটগ্রহণের জন্য বেছে নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অন্যান্য জেলাতেও টিকাকরণের কাজ অনেকটাই এগিয়ে যাবে বলে আশা করা যায়। সেই মতো ১১২টি পুরসভায় ধাপে ধাপে ভোটগ্রহণ করানো হবে।   ফলে, আগামী সোমবার শুনানি হলে তবেই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।

Related articles

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...
Exit mobile version