Monday, August 25, 2025

১) শুধু কলকাতা ও হাওড়া নয়, বাংলার সব পুরসভায় ভোট হোক একসঙ্গে। এই দাবি নিয়ে দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। এই মামলায় কমিশনের হলফনামা চেয়েছিল আদালত। সোমবার হলফনামা জমা দিয়েছে কমিশন। আজ, বুধবার ওই মামলাটির শুনানি রয়েছে।

২) বুধবার বেলা ১১টায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি। আদালতের আজকের রায়ের উপরই নির্ভর করবে আগামী মাসে পুরভোট হবে কী না।

৩) আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হওয়ার কথা। বিকেল ৫টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে মুখ্যমন্ত্রী মূলত বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি ও আর্থিক বিষয় সংক্রান্ত ইস্যুতে দাবি তুলে ধরতে পারেন।

৪) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ছাড়াও রাজধানীতে আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একাধিক কর্মসূচির রয়েছে। সকলের নজর থাকবে সেদিকেও।

৫) স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগ মামলায় সিবিআইয়ের হাতে প্রাথমিকঅনুসন্ধানের ভার দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য। আজ বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে ওই মামলাটির শুনানি হওয়ার কথা।

৬) রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। এক দিনে নতুন আক্রান্তর সংখ্যা বেড়ে ৭০০-র পার করল। কলকাতায় ২০০ -র বেশি সংক্রমিত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত শতাধিক। পাশাপাশি, কলকাতা লাগোয়া জেলাগুলিতেও সংক্রমণ কম উদ্বেগজনক নয়। তবে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর সংখ্যা আগের দিনের থেকে কিছুটা কমেছে। সেই সঙ্গে দৈনিক টিকাকরণ বেড়ে সাড়ে ৬ লক্ষাধিক হয়েছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version