Thursday, August 21, 2025

SSC ভবন অভিযান ঘিরে পুলিশ বামেদের ধস্তাধস্তিতে রণক্ষেত্র, বিক্ষোভ বিধাননগর থানার সামনেও

Date:

গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে বামেদের এসএসসি (SSC) ভবন অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রণক্ষেত্র করুণাময়ী। পথে নেমেছে ডিওয়াইএফআই, এসএফআই। ব্যারিকেড ভেঙে মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। একাধিক কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। মিছিলে ছিলেন সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, দেবাঞ্জন দে সহ প্রমুখ। তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার প্রতিবাদে থানার সামনে প্রতিবাদ করছেন বাম কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, যাঁদের আটক করা হয়েছে তাদের এখনই মুক্তি দিতে হবে। থানায় যাচ্ছেন বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলে জানা গিয়েছে।

বুধবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় এসএসসি (SSC) ভবনের সামনে। আন্দোলনকারীদের দাবি, প্রশাসনের তরফে ক্ষমা চাইতে হবে তাঁদের কাছে। ক্ষমা না চাওয়া হলে তাঁরা সেখান থেকে সরবেন না। বামেদের অভিযোগ, পুলিশ (Police) মহিলা সমর্থকদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। পুলিশ-বামেদের ধস্তাধস্তির মধ্যে এক সমর্থক অসুস্থ হয়ে পড়েন বলে খবর।

আরও পড়ুন-Municipal Election: পিছোল পুরভোট মামলার শুনানি, সিদ্ধান্ত নিতে হবে কমিশনকেই 

কয়েকদিন আগে এসএসসির দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ২০১৬ সালে পশ্চিমবঙ্গে গ্রুপ ডি (Group D) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। সেই বিজ্ঞপ্তি অনুসারে ১৩ হাজার প্রার্থী নিয়োগ হয়। ২০১৯ সালের মে মাসে সেই গ্রুপ ডি প্যানেলের মেয়াদ শেষ হয়। তারপরেও একাধিক প্রার্থী নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ২৫ জনের নিয়োগের সুপারিশের কথা জানা গিয়েছে। সেই তথ্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) হাতে আসে। কী ভাবে মেয়াদ উত্তীর্ণ নিয়োগ তালিকা থেকে নিয়োগ তারই তথ্য চায় আদালত। যদিও স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় এখনই সিবিআই অনুসন্ধান শুরু করতে পারছে না জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version