Sunday, August 24, 2025

Tripura: ঠেলার নাম বাবাজি, তৃণমূলের চাপে কাল বুথে আধাসেনা

Date:

Share post:

(সুপ্রিম কোর্টের চাপে পুরভোটের আগে প্রতিটি বুথে নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর হয় ত্রিপুরা রাজ্য প্রশাসন)

রাত পোহালেই ত্রিপুরায় পুরভোট (Tripura Municipal Election)। এই নির্বাচনকে কেন্দ্র করে গেরুয়া সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল রাজ্যের শাসক দল বিজেপি (BJP) যেখানে বিরোধী তৃণমূলের (TMC) উপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে গত কয়েক দিনে। ভাঙচুর, অগ্নিসংযোগ ছাড়াও তৃণমূলের মহিলা প্রার্থীদের উপর হামলা হয়েছে। গুলি চলেছে। মহিলা থানা ভাঙচুর করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। রাজ্যের আইন-শৃঙ্খলা (Law and Order) ভেঙে পড়ছে। যা নিয়ে দেশের শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল ঘাসফুল শিবির। আগরতলার বিজেপির বর্ষীয়ান বিধায়ক সুদীপ রায় বর্মন পর্যন্ত মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব দেবের দিকে আঙুল তুলেছেন। তৃণমূলের পক্ষে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ২৫ নভেম্বর নিরাপত্তা সুনিশ্চিত করে পুরভোট করতে হবে ত্রিপুরাতে। যাতে মানুষ নির্ভয়ে সুষ্ঠু ও অবাধ ভোট উৎসবে সামিল হতে পারে। এই মর্মে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন ডিজিপি, ডিআইজি সহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছে এবং ভোটারদের নিরাপত্তাজনিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, দ্রুত তার রিপোর্টও তলব করে সুপ্রিম কোর্ট।

 

এরপর এতদিন ধরে ঘুমিয়ে থাকা ত্রিপুরা রাজ্য প্রশাসনের কর্তারা অবশেষে নড়েচড়ে বসে। অবশেষে সুপ্রিম কোর্টের চাপে পুরভোটের আগে প্রতিটি বুথে নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর হয় ত্রিপুরা রাজ্য প্রশাসন। এই মর্মে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। যেখানে প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করার কথা জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ছটি নগর পঞ্চায়েত, ৭টি মিউনিসিপাল কাউন্সিল ও আগরতলা পুরনিগমের ভোট। সব মিলিয়ে ৬৪৪টি পোলিং স্টেশন। যা ২০টি থানার আওতাধীন। প্রতিটি বুথে কার্যত স্পর্শকাতর। তাই ৬৪৪টি বুথের মধ্যে ৩৭০টি বুথকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। এই বুথগুলির প্রতিটিতে ৪ জন করে ত্রিপুরা স্টেট রাইফেলের (TSR) সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে। তারমধ্যে আগরতলার বুথগুলিতে অতিরিক্ত একজন অর্থাৎ ৫ জন করে ত্রিপুরা স্টেট রাইফেলের সশস্ত্র পুলিশ থাকবে। বাকি ২৪৪টি পোলিং স্টেশনের প্রত্যেকটিতে ৪জন করে সশস্ত্র পুলিশ থাকবে।

এছাড়া ভোট পরিচালনার দায়িত্বে থাকা সেক্টর অফিসার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। ভোট শেষ হওয়ার পর স্ট্রং রুমকেও নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হবে।

স্ট্রং রুম পাহারায় থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

ভোটের দিন আইন-শৃঙ্খলা রক্ষা ও এরিয়া ডমিনেশন-এর জন্য ত্রিপুরা স্টেট রাইফেলের ২৫ জন করে সশস্ত্র পুলিশ সংশ্লিষ্ট ২০টি থানায় সর্বক্ষণ থাকবে। এছাড়াও প্রতিটি থানার জন্য অতিরিক্ত ৩০ জন করে ত্রিপুরা স্টেট রাইফেলের জওয়ানদের তৈরি রাখা হয়েছে। তাঁদের সঙ্গে অতিরিক্ত ৫০ কোম্পানি CRPF সমন্বয় রেখে কাজ করবে। এছাড়া শুধুমাত্র আগরতলা পুরসভা ভোটের জন্য অতিরিক্ত ১৫ কোম্পানি CRPF মোতায়েন করা হয়েছে। তৈরি রাখা হচ্ছে QRT টিম। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সেখানে পৌঁছে যাবে এই টিম।

ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রাস্তায় সব মিলিয়ে ১২৩টি নাকা চেকিং পয়েন্ট করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সন্দেহজনক গাড়ি দেখলেই আটক করা হচ্ছে। ভোটের আগে একাধিক দাগি আসামিকে চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে ত্রিপুরা পুলিশ প্রশাসন। সুপ্রিম কোর্টের চাপে সব মিলিয়ে পুরভোটের আগে কড়া নিরাপত্তা বলয়ে দুর্গের চেহারা নিয়েছে রাজধানী আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন জেলা। উদ্দেশ্য শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু ভোট।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর পুরভোটে নিরাপত্তা নিয়ে ত্রিপুরা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে বিরোধী তৃণমূল। তারা পুলিশের এমন উদ্যোগকে পুরভোটের আগে নৈতিক জয় হিসেবেই দেখছে। ত্রিপুরার দায়িত্বে থাকা তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটে লেখেন, “তৃণমূল এবং মহামান্য সুপ্রিম কোর্টের চাপে পুরভোটের নিরাপত্তা জানালো ত্রিপুরা প্রশাসন। আমাদের দাবি, সুপ্রিম কোর্টের সব নির্দেশ মেনে আজকের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। হামলা, প্ররোচনার মামলাগুলিতে কী ব্যবস্থা হল, জানাতে হবে।”

একইসঙ্গে কুণাল ঘোষ ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে লেখেন, “মানুষ কাল সকাল সকাল ভোট দিন। নিজের ভোট নিজে দিন।” অৰ্থাৎ, তৃণমূলের দাবি, মানুষ যদি উৎসবের মেজাজে হইহই করে ভোট দিতে বুথমুখী হন, তাহলে পুরভোটে তৃণমূলের জয় নিশ্চিত।

 

 

 

 

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...