Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামবেন শ্রেয়স আইয়র। সাংবাদিক সম্মেলনে জানালেন অজিঙ্কে রাহানে। প্রথম টেস্টে অভিষেক করবেন শ্রেয়স।

২) অনন‍্য নজির গড়লেন হরমনপ্রীত কৌর। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে মহিলাদের বিগ ব্যাশ লিগে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হলেন হরমনপ্রীত। হরমনপ্রীত পেয়েছেন ৩১টি ভোট।

৩) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছ ভারত-নিউজিল‍্যান্ড টেস্ট সিরিজ। কানপুরে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। টি-২০ সিরিজ হাতছাড়া হয়েছে নিউজিল্যান্ডের। তবে টেস্ট সিরিজ হাতছাড়া করতে নারাজ কেন উইলিয়ামসন।

৪) ‘সেক্সটেপ অ্যাফেয়ার’ কান্ডে অবশেষে দোষী সাব্যস্ত হলেন ফ্রান্স ফুটবলার করিম বেঞ্জিমা। এদিন ফ্রান্সের ভার্সেইয়ের ক্রিমিনাল আদালতের সভাপতি বেঞ্জিমাকে এক বছরের জেলের পাশপাশি ৭৫ হাজার ইউরোর জরিমানা ঘোষণা করেন।

৫) ডার্বি নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই’দলের ফুটবলাররা। কেরলা ব্লাস্টার্সের ম‍্যাচ ভুলে ২৭ নভেম্বরের বড় ম‍্যাচ নিয়ে ফোকাসড এটিকে মোহনবাগানের  তারকা বিদেশি রয় কৃষ্ণা । এদিন তিনি বলেন, ডার্বিতে ভালো খেলাই লক্ষ‍্য আমাদের।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Previous articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ
Next articleTopsia Fire:ফের রাতের কলকাতায় আগুন, ভস্মীভূত কারখানার একাংশ