Thursday, November 13, 2025

Abani Ray: প্রয়াত প্রবীণ আরএসপি নেতা অবনী রায়, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

প্রয়াত প্রবীণ আরএসপি নেতা অবনী রায় (Abani Ray)। বৃহস্পতিবার, সকালে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে মৃত্যৃ হয় আরএসপি (RSP) নেতা তথা প্রাক্তন সাংসদের। বয়স হয়েছিল ৮৪ বছর। অবনী রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শোকবার্তায় তিনি লেখেন,

“বিশিষ্ট রাজনীতিবিদ অবনী রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে নতুন দিল্লিতে প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৪ বছর।
প্রবীণ আরএসপি নেতা অবনীবাবু রাজ্যসভার সাংসদ ছিলেন। সমাজ কল্যাণমূলক কাজকর্মে তাঁর বিশেষ অবদান রয়েছে।
তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল।
আমি অবনী রায়ের আত্মীয় পরিজন ও অনুরাগীদের
আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

২০১৬-র জুন মাসে প্রাক্তন সাংসদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেই থেকেই তিনি অসুস্থ। দীর্ঘ দিন ছিলেন শয্যাশায়ী। এদিন, বেলা ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর। বিকেল পাঁচটা নাগাদ লোদি রোডের মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

১৯৫৯ সালে মাত্র ২০ বছর বয়সে রাজনীতিতে হাতেখড়ি অবনী রায়ের। দীর্ঘদিন সর্বভারতীয় রাজনীতিতে আরএসপি-র মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি। আরএসপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদকও হন। ১৯৭৮ সালে কলকাতা পুরসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। ১৯৯৮ থেকে ২০১১- তিনবার রাজ্যসভা সদস্য নির্বাচিত হন। দলমত নির্বিশেষে সব রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে অবনী রায়ের সুসম্পর্ক ছিল।

আরও পড়ুন:Raj Kundra -Shilpa setty : মুম্বই বিমানবন্দরে রাজ- শিল্পা, কোথায় চললেন দুজনে? 

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version