Saturday, November 15, 2025

Abani Ray: প্রয়াত প্রবীণ আরএসপি নেতা অবনী রায়, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

প্রয়াত প্রবীণ আরএসপি নেতা অবনী রায় (Abani Ray)। বৃহস্পতিবার, সকালে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে মৃত্যৃ হয় আরএসপি (RSP) নেতা তথা প্রাক্তন সাংসদের। বয়স হয়েছিল ৮৪ বছর। অবনী রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শোকবার্তায় তিনি লেখেন,

“বিশিষ্ট রাজনীতিবিদ অবনী রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে নতুন দিল্লিতে প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৪ বছর।
প্রবীণ আরএসপি নেতা অবনীবাবু রাজ্যসভার সাংসদ ছিলেন। সমাজ কল্যাণমূলক কাজকর্মে তাঁর বিশেষ অবদান রয়েছে।
তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল।
আমি অবনী রায়ের আত্মীয় পরিজন ও অনুরাগীদের
আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

২০১৬-র জুন মাসে প্রাক্তন সাংসদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেই থেকেই তিনি অসুস্থ। দীর্ঘ দিন ছিলেন শয্যাশায়ী। এদিন, বেলা ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর। বিকেল পাঁচটা নাগাদ লোদি রোডের মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

১৯৫৯ সালে মাত্র ২০ বছর বয়সে রাজনীতিতে হাতেখড়ি অবনী রায়ের। দীর্ঘদিন সর্বভারতীয় রাজনীতিতে আরএসপি-র মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি। আরএসপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদকও হন। ১৯৭৮ সালে কলকাতা পুরসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। ১৯৯৮ থেকে ২০১১- তিনবার রাজ্যসভা সদস্য নির্বাচিত হন। দলমত নির্বিশেষে সব রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে অবনী রায়ের সুসম্পর্ক ছিল।

আরও পড়ুন:Raj Kundra -Shilpa setty : মুম্বই বিমানবন্দরে রাজ- শিল্পা, কোথায় চললেন দুজনে? 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version