Tuesday, August 26, 2025

কমছে রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে রেল। আর ৫০ টাকা করে নয়, এবার থেকে আগের মতোই প্ল্যাটফর্ম টিকিট মিলবে ১০ টাকায়। (Platform ticket price reduced:)৷

করোনা অতিমারির সময় স্টেশনে ভিড় কমাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম একধাক্কায় বাড়িয়ে ৫০ টাকা করে দিয়েছিল ভারতীয় রেল৷ করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসায় সেই দাম কমানো হল৷
রেল সূত্রে জানানো হয়েছে, এবার থেকে আগের মতোই দশ টাকায় পাওয়া যাবে প্ল্যাটফর্ম টিকিট৷ মধ্য রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে প্ল্যাটফর্ম টিকিটের দাম পঞ্চাশ টাকা থেকে কমিয়ে দশ টাকা করার কথা জানানো হয়৷প্ল্যাটফর্ম টিকিটের দাম একধাক্কায় পঞ্চাশ টাকা হওয়ায় যাত্রীদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছিল ৷ কিন্তু রেলের যুক্তি ছিল, করোনা অতিমারির মধ্যে প্ল্যাটফর্মে অবাঞ্চিত ভিড় কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা৷
পশ্চিমবঙ্গের কোনও স্টেশনে অবশ্য প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়নি৷ কিন্তু দক্ষিণ পূর্ব রেলের আওতায় থাকা কয়েকটি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছিল৷সেন্ট্রাল রেলের তরফে প্রথম প্ল্যাটফর্ম টিকিটের দাম কমার কথা বলা হয়।

আরও পড়ুন- মধ্যপ্রদেশে দুর্গ-উধমপুর এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪টি কামরা

ছত্রপতি শিবাজি মহারাজ টারমিনাস, দাদর, লোকমান্য তিলক টারমিনাস, থানে (Thane), কল্যাণ (Kalyan), পানভেল রেল স্টেশনগুলিতে এখন থেকে প্ল্যাটফর্ম টিকিটের দাম হচ্ছে ১০ টাকা।
করোনা অতিমারির ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক সব পরিষেবাই ফিরছে রেলে৷ যেমন, করোনার কারণে বন্ধ রাখা হলেও ফের দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনগুলিতে প্যান্ট্রি কার পরিষেবা শুরু করা হয়েছে৷
যদিও এখনই সমস্ত ট্রেনে নয়।  বিশেষ কয়েকটি প্রিমিয়াম ট্রেনে চালু হচ্ছে Indian Railway Catering and Tourism Corporation Limited (IRCTC)-র কেটারিং সার্ভিস ও খাবার পরিষেবা। বিশেষ এই ট্রেনগুলির মধ্যে আছে রাজধানী, শতাব্দী, দুরন্ত, তেজসের মতো ট্রেন।

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...
Exit mobile version