Tmc Candidate: মহিলা ও সংখ্যালঘুদের গুরুত্ব দিয়ে কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

তৃণমূল বিধায়কদের মধ্যে এবার টিকিট পাচ্ছেন ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অতীন ঘোষ, দেবব্রত মজুমদার সহ ৬ জন। প্রার্থী হচ্ছেন সাংসদ মালা রায়

প্রত্যাশা মতোই শুক্রবার সন্ধেয় কলকাতা পুরসভা ভোটের ১৪৪টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল (Tmc)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানান, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) উপস্থিতিতে সর্বসম্মতভাবে এই প্রার্থী তালিকা তৈরি হয়েছে। সব সময় নারীদের ক্ষমতায়নের পক্ষে তৃণমূল সুপ্রিমো। বারবার মহিলাদের সক্রিয় রাজনীতিতে আসার বিষয়ে উৎসাহ দেন তিনি। সেই মতোই কলকাতা ভোটের প্রার্থী তালিকা মহিলাদের প্রাধান্য দিয়েছে জোড়া ফুল শিবির। ৩৪ শতাংশ জায়গায় প্রার্থী তালিকায় রয়েছেন ৪৫ শতাংশ মহিলা। জায়গা পেয়েছেন সংখ্যালঘু ও পিছিয়েপড়া শ্রেণির মানুষেরাও।

তালিকায় রয়েছেন ৬ বিধায়ক। রয়েছেন সাংসদও। প্রার্থী হয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), অতীন ঘোষ (Atin Ghosh), দেবাশিস কুমার (Debashis Kumar), দেবব্রত মজুমদার (Debabrata Majumder), মালা রায় (Mala Ray) । পার্থ চট্টোপাধ্যায় জানান, কাজের নিরিখে এবার ছজন বিধায়ককে পুরসভার প্রার্থী করছে তৃণমূল। তবে, বাদ পড়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)।

তিনি কি পরবর্তী মেয়র? এ প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম জানান, “মেয়র হব কি না সে সিদ্ধান্ত দল নেবে। দল যে দায়িত্ব দেবে, সেই দায়িত্বই পালন করব”। আরেক বর্ষীয়ান কাউন্সিলর মালা রায় বলেন, “কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থেকেছি। এবার জিতলে ষষ্ঠবার কাউন্সিলর হব”। তবে, প্রার্থী না হওয়ায় এক ইঞ্চিও খারাপ লাগছে না বলে মন্তব্য করেছেন সাংসদ শান্তনু সেন।

তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে ৮৭ জন থাকছেন। ৪২ নতুন মুখ। ৭৪ জনের কেন্দ্র একই থাকছে। ৩৯ জন বাদ পড়েছেন। বলে জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়।

প্রার্থী তালিকায় :

• ৮০ জন (৫৫%) পুরুষ
• ৬৪ জন (৪৫%) মহিলা প্রার্থী
• ১৯ জন প্রার্থী তপসিলি জাতি ও সংখ্যালঘু
• সংখ্যালঘু ২৩ জন, তার মধ্যে দু’জন খ্রিষ্টান সম্প্রয়দায়ের

আরও পড়ুন- Indian Railway : ৫০ নয়, আগের মতোই রেলের প্ল্যাটফর্ম টিকিট মিলবে ১০ টাকায়

 

Previous articleIndian Railway : ৫০ নয়, আগের মতোই রেলের প্ল্যাটফর্ম টিকিট মিলবে ১০ টাকায়
Next articleBcci: দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন রূপ চিন্তায় ফেলেছে বিসিসিআইকে