Monday, August 25, 2025

ফের ছবি কেলেঙ্কারিতে জড়াল বিজেপি (BJP)৷ দলের একাধিক নেতা-মন্ত্রীরা চোখ ধাঁধানো একটি বিমানবন্দরের ছবি দেখিয়ে প্রচার করতে শুরু করেছেন, কাজ সম্পূর্ণ হওয়ার পর নয়ডার এয়ারপোর্টকে (Noida Airport) দেখতে এমনই হবে৷ কিন্তু আসলে ওটা বেজিংয়ের ড্যাক্সিং বিমানবন্দরের (Beijing Daxing International Airport) ছবি৷

এ নিয়ে হাসাহাসি, ট্রোলিং (Trolling) শুরু হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়৷ চিনের (China) সরকারি মিডিয়াও বিজেপি নেতা-মন্ত্রীদের কটাক্ষ করতে ছাড়েনি৷ কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করেছে কংগ্রেসও৷ দলের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গের টুইট, বিজেপি এখন বেজিং জনতা পার্টিতে পরিণত হয়েছে৷

গত ২৫ নভেম্বর উত্তরপ্রদেশের জেওয়ারে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২০২৪ সালে কাজ শেষ হওয়ার পর এটিই হবে এশিয়ার সবচেয়ে বড় এয়ারপোর্ট৷ এই এয়ারপোর্টকে হাতিয়ার করে মোদি সরকারের উন্নয়নের ঢ্যাঁড়া পেটাতে ময়দানে নেমে পড়েন বিজেপির নেতা-মন্ত্রীরা৷
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর টুইটে লেখেন, ‘এশিয়ার সর্ববৃহৎ এয়ারপোর্ট তৈরি হতে চলেছে নয়ডায়৷ এর মাধ্যমে দেশে ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে৷ এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে৷’

অনুরাগ ঠাকুর ছাড়া কেন্দ্রের একাধিক মন্ত্রী ও বিজেপি নেতা ওই ছবি-সহ টুইট করেন৷ কিন্তু ওটা যে আসলে বেজিং এয়ারপোর্টের ছবি সেটা জানাজানি হতে বেশি সময় লাগেনি৷
তার পরই আবার মুখ পোড়ে বিজেপির৷ সঙ্গে মাথা হেঁট হয় ভারতের৷ চিনা সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের এক আধিকারিক টুইট করে জানান, ‘বেজিং ড্যাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ছবি দেখিয়ে ভারত সরকার তাদের উন্নয়নের প্রমাণ দিচ্ছে৷ এছাড়া দেখানো হয়েছে দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরের ছবি৷ এই ঘটনায় আমরা স্তম্ভিত৷’ জানা গিয়েছে, বেজিংয়ের এয়ারপোর্টটি ২০১৯ সালে তৈরি হয়েছে৷ মেগা প্রজেক্টের জন্য খরচ হয় ১৭.৪৭ বিলিয়ন ডলার৷ চিনের টুইটের পরই ভারতের নেটিজেনদের রোষে পড়েন বিজেপির নেতা-মন্ত্রীরা৷
ঘটনাটিকে লজ্জাজনক বলে টুইটারাইটরা অনেকেই জানান, ভারত ও উত্তরপ্রদেশের জন্য জেওয়ার এয়ারপোর্ট গুরুত্বপূর্ণ প্রজেক্ট৷ পড়শি দেশের বিমানবন্দরের ছবি ধার করে ভারতকে উপহাসের পাত্র করে তুলেছে বিজেপি৷

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version