Sunday, November 9, 2025

ফের ছবি কেলেঙ্কারিতে জড়াল বিজেপি (BJP)৷ দলের একাধিক নেতা-মন্ত্রীরা চোখ ধাঁধানো একটি বিমানবন্দরের ছবি দেখিয়ে প্রচার করতে শুরু করেছেন, কাজ সম্পূর্ণ হওয়ার পর নয়ডার এয়ারপোর্টকে (Noida Airport) দেখতে এমনই হবে৷ কিন্তু আসলে ওটা বেজিংয়ের ড্যাক্সিং বিমানবন্দরের (Beijing Daxing International Airport) ছবি৷

এ নিয়ে হাসাহাসি, ট্রোলিং (Trolling) শুরু হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়৷ চিনের (China) সরকারি মিডিয়াও বিজেপি নেতা-মন্ত্রীদের কটাক্ষ করতে ছাড়েনি৷ কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করেছে কংগ্রেসও৷ দলের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গের টুইট, বিজেপি এখন বেজিং জনতা পার্টিতে পরিণত হয়েছে৷

গত ২৫ নভেম্বর উত্তরপ্রদেশের জেওয়ারে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২০২৪ সালে কাজ শেষ হওয়ার পর এটিই হবে এশিয়ার সবচেয়ে বড় এয়ারপোর্ট৷ এই এয়ারপোর্টকে হাতিয়ার করে মোদি সরকারের উন্নয়নের ঢ্যাঁড়া পেটাতে ময়দানে নেমে পড়েন বিজেপির নেতা-মন্ত্রীরা৷
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর টুইটে লেখেন, ‘এশিয়ার সর্ববৃহৎ এয়ারপোর্ট তৈরি হতে চলেছে নয়ডায়৷ এর মাধ্যমে দেশে ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে৷ এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে৷’

অনুরাগ ঠাকুর ছাড়া কেন্দ্রের একাধিক মন্ত্রী ও বিজেপি নেতা ওই ছবি-সহ টুইট করেন৷ কিন্তু ওটা যে আসলে বেজিং এয়ারপোর্টের ছবি সেটা জানাজানি হতে বেশি সময় লাগেনি৷
তার পরই আবার মুখ পোড়ে বিজেপির৷ সঙ্গে মাথা হেঁট হয় ভারতের৷ চিনা সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের এক আধিকারিক টুইট করে জানান, ‘বেজিং ড্যাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ছবি দেখিয়ে ভারত সরকার তাদের উন্নয়নের প্রমাণ দিচ্ছে৷ এছাড়া দেখানো হয়েছে দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরের ছবি৷ এই ঘটনায় আমরা স্তম্ভিত৷’ জানা গিয়েছে, বেজিংয়ের এয়ারপোর্টটি ২০১৯ সালে তৈরি হয়েছে৷ মেগা প্রজেক্টের জন্য খরচ হয় ১৭.৪৭ বিলিয়ন ডলার৷ চিনের টুইটের পরই ভারতের নেটিজেনদের রোষে পড়েন বিজেপির নেতা-মন্ত্রীরা৷
ঘটনাটিকে লজ্জাজনক বলে টুইটারাইটরা অনেকেই জানান, ভারত ও উত্তরপ্রদেশের জন্য জেওয়ার এয়ারপোর্ট গুরুত্বপূর্ণ প্রজেক্ট৷ পড়শি দেশের বিমানবন্দরের ছবি ধার করে ভারতকে উপহাসের পাত্র করে তুলেছে বিজেপি৷

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version