Saturday, August 23, 2025

“আমি শুধু প্রার্থী। মানুষ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তাঁর উন্নয়নকে দেখে।” পছন্দের ভোটে দাঁড়িয়েছি প্রতিক্রিয়াতে এমনটাই জানালেন কলকাতা পুরসভার ১৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী ফরিদা পারভিন (Farida Parveen)। নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে ফরিদা পারভিন বলেন, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee) ১৩৮ নম্বর ওয়ার্ডে আমাকে প্রার্থী করার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে এটুকু বলতে পারি ওনারা যে গুরু দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন, এই ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে এলে তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব।”

আরও পড়ুন-  Road Accident in Nadia: দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর

প্রথমবার ভোটে দাড়িয়ে কি একটু নার্ভাস? ফরিদা পারভিন সেই তথ্য একেবারে উড়িয়ে দিয়ে জানালেন, “নার্ভাস হব কেন? মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। লড়াইয়ের ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছেন। এটাই তো আমার কাছে সবচেয়ে বড় সাহস ও জোর। আর আমি যদি সাহস নিয়ে এগিয়ে যেতে না পারি তাহলে তো কর্মী-সমর্থকরা তো দুর্বল হয়ে পড়বে।”

জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? ১৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জানালেন, “১০০ শতাংশ আশাবাদী। মানুষ নিশ্চিন্তে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নকে দেখে ভোট দেবেন। আমাদের কাজ শুধু আগামিদিনে এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে এই শহরকে এগিয়ে নিয়ে যাওয়া।”

সবশেষে ফরিদা পারভিনন জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে আলাদা একটা শক্তি। সকালবেলায় ঘুম থেকে উঠে দলনেত্রীর মুখ ছবিতে দেখলেও আলাদা এনার্জি আসে। কাজ উদ্যম আসে।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version