Saturday, August 23, 2025

Parliament: সওয়াল চলুক শান্তিও বজায় থাকুক, অধিবেশনের প্রথম দিনে বিরোধীদের বার্তা মোদির

Date:

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন(parliament session)। ২৩ ডিসেম্বর পর্যন্ত চলা এই অধিবেশনে একাধিক বিল পেশ করার পরিকল্পনা নিয়েছে সরকার। তবে সরকারের পাশাপাশি তৈরি বিরোধীরাও। বেকারত্বও, মূল্যবৃদ্ধি, পেগাসাসের(pegasus) মত বেআইনি নজরদারির সফটওয়্যার সহ বহু ইস্যুতে সরকারকে ঘেরাও করতে তৈরি তারা। গতবার সংসদ অধিবেশন শুরু হলেও সরকারের অনড় মনোভাবের জেরে বারবার মুলতবি হয়ে গিয়েছে অধিবেশন। এই অধিবেশনে যাতে অতীতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য এদিন সকালে বিরোধীদের উদ্দেশ্য করে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

অধিবেশন শুরু হওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সওয়াল চলুক শান্তিও বজায় থাকুক‌। সরকার সবরকম আলোচনার জন্য এবং সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি। তিনি আরো বলেন, এটি সংসদের একটি গুরুত্বপূর্ণ অধিবেশন। দেশের নাগরিকরা একটি ফলপ্রসূ অধিবেশন চায়। উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা তাদের দায়িত্ব পালন করছে বলেও জানিয়েছেন তিনি। সংসদের সম্মান এবং শান্তি বজায় রখার জন্য আবেদন জানান মোদি।

আরও পড়ুন:TMC Meeting: আজ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা, বিজেপি বিরোধী লড়াইয়ের নতুন দিশা?

তবে নরেন্দ্র মোদির এবার তার পাল্টা দিয়ে সংবাদমাধ্যমকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, নরেন্দ্র মোদি বিজেপি নেতা হিসেবে তার কথা তুলেছেন। বিরোধী হিসেবে আমাদের উদ্দেশ্য সংসদে মানুষের কথা তোলা। সেটা কীভাবে তোলা যায় আমরা সেভাবেই করব। আমরা নরেন্দ্র মোদীর কথা শুনবো না। উল্লেখ্য, এবারের অধিবেশনে ২৬টি বিল উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে ফার্ম ল রিপিল বিল এবং ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল। অধিবেশন চলাকালীন দুই কক্ষে ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল, ২০১৯-র উপর সংসদের যৌথ কমিটির একটি প্রতিবেদনও পেশ করা হবে।

 

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version