Monday, May 5, 2025

BJP: কখনও ৫ হাজার, কখনও ১০ হাজার! তৃণমূলের নামে দেদার টাকা তুলছে বিজেপি, অভিযোগ থানায়

Date:

রাজনৈতিকভাবে মোকাবিলায় না পেরে একের পর এক দুর্নীতির আশ্রয় নিচ্ছে বিজেপি। বিশেষ করে উত্তরবঙ্গে যত পায়ের তলার মাটি সরছে ততই চাপে পড়ছে পদ্মশিবির। তাদের একের পর এক কাজেই তা প্রমাণ হচ্ছে। এবার তৃণমূল কংগ্রেসের নামে ভুয়ো ডোনেশন স্লিপ ছাপিয়ে বাজার থেকে টাকা তুলছে বিজেপি-আশ্রিত একটি চক্র। সামনেই শিলিগুড়ি পুরনির্বাচন তাই তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে শহরে মাথা চাড়া দিয়ে উঠেছে বেশ কিছু চক্র। তবে খবর পেয়েই এইসব চক্রের বিরুদ্ধে সরব হয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী।

বিজেপির তৈরি করা ভুয়ো স্লিপটিতে লেখা ছিল, ‘পুরো নির্বাচনের জন্য টাকা নেওয়া হচ্ছে।’ শুধু তাই নয়, স্লিপে কর্পোরেশনের স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে। এমনকী ডোনেশন স্লিপে জ্বলজ্বল করছে তৃণমূল কংগ্রেসের জেলা ভাইস প্রেসিডেন্টের সইও। অথচ জেলায় তৃণমূল কংগ্রেসের কোনও ভাইস প্রেসিডেন্টই নেই! এ-কথা পরিষ্কার জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী। ভুয়ো স্লিপের বিরুদ্ধে তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ভক্তিনগর থানার পুলিশ। এই বিষয়ে অলোক চক্রবর্তী বলেন, ‘সালাগড়ার এক ব্যবসায়ীকে তৃণমূল কংগ্রেসের নামে ৫ হাজার টাকা আদায়ের একটি স্লিপ দিয়েছেন এক বিজেপি কর্মী। এই ভুয়ো স্লিপের কথা জানতে পেরেই পুলিশ কমিশনারকে জানিয়েছি।’ পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন- Goa: ‘হাত’ ধরল গোয়া ফরোয়ার্ড পার্টি, প্রতারকদের বিশ্বাস করবে না গোয়া: তৃণমূল

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version