Wednesday, November 12, 2025

BJP: কখনও ৫ হাজার, কখনও ১০ হাজার! তৃণমূলের নামে দেদার টাকা তুলছে বিজেপি, অভিযোগ থানায়

Date:

রাজনৈতিকভাবে মোকাবিলায় না পেরে একের পর এক দুর্নীতির আশ্রয় নিচ্ছে বিজেপি। বিশেষ করে উত্তরবঙ্গে যত পায়ের তলার মাটি সরছে ততই চাপে পড়ছে পদ্মশিবির। তাদের একের পর এক কাজেই তা প্রমাণ হচ্ছে। এবার তৃণমূল কংগ্রেসের নামে ভুয়ো ডোনেশন স্লিপ ছাপিয়ে বাজার থেকে টাকা তুলছে বিজেপি-আশ্রিত একটি চক্র। সামনেই শিলিগুড়ি পুরনির্বাচন তাই তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে শহরে মাথা চাড়া দিয়ে উঠেছে বেশ কিছু চক্র। তবে খবর পেয়েই এইসব চক্রের বিরুদ্ধে সরব হয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী।

বিজেপির তৈরি করা ভুয়ো স্লিপটিতে লেখা ছিল, ‘পুরো নির্বাচনের জন্য টাকা নেওয়া হচ্ছে।’ শুধু তাই নয়, স্লিপে কর্পোরেশনের স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে। এমনকী ডোনেশন স্লিপে জ্বলজ্বল করছে তৃণমূল কংগ্রেসের জেলা ভাইস প্রেসিডেন্টের সইও। অথচ জেলায় তৃণমূল কংগ্রেসের কোনও ভাইস প্রেসিডেন্টই নেই! এ-কথা পরিষ্কার জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী। ভুয়ো স্লিপের বিরুদ্ধে তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ভক্তিনগর থানার পুলিশ। এই বিষয়ে অলোক চক্রবর্তী বলেন, ‘সালাগড়ার এক ব্যবসায়ীকে তৃণমূল কংগ্রেসের নামে ৫ হাজার টাকা আদায়ের একটি স্লিপ দিয়েছেন এক বিজেপি কর্মী। এই ভুয়ো স্লিপের কথা জানতে পেরেই পুলিশ কমিশনারকে জানিয়েছি।’ পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন- Goa: ‘হাত’ ধরল গোয়া ফরোয়ার্ড পার্টি, প্রতারকদের বিশ্বাস করবে না গোয়া: তৃণমূল

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version