Sunday, May 4, 2025

Goa: ‘হাত’ ধরল গোয়া ফরোয়ার্ড পার্টি, প্রতারকদের বিশ্বাস করবে না গোয়া: তৃণমূল

Date:

শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গেই হাত মেলালো গোয়া ফরোয়ার্ড পার্টি। মঙ্গলবার বিজয় সরদেশাই তাঁর টুইটারে কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর কথা লিখেছেন। সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে ছবিও দিয়েছেন। এই ছবি সহ বিজয় সরদেশাইয়ের টুইটকে তুলে ধরে গোয়া তৃণমূল কংগ্রেসে জানিয়েছে ২০১৭ তে যারা গোয়ার মানুষের সঙ্গে প্রতারণা করেছে সেই “কালপ্রিটরা” আবার ফিরে এসেছে। কিন্তু গোয়ার মানুষ আর তাদের বিশ্বাস করবে না।

আগামী বছরের শুরুতেই গোয়ায় বিধানসভার নির্বাচন। তৃণমূল কংগ্রেস গোয়ায় জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। লিয়েন্ডার পেজের মতো আন্তর্জাতিক মানের টেনিস খেলোয়াড় যোগ দিয়ে রীতিমতো গোয়া চষে ফেলছেন। প্রতিদিনই কেউ না কেউ যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। এতেই থরহরি কম্পমান বিজেপি, কংগ্রেস, গোয়া ফরোয়ার্ড পার্টি, গোয়া গোমন্তক পার্টি। বিশেষত বিজেপি ও কংগ্রেস যথেষ্ট চাপে রয়েছে। সম্প্রতি গোয়া ফরোয়ার্ড পার্টির দীর্ঘদিনের নেতা- কর্মী সমর্থকরাও যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। ফলে অশনিন সংকেত দেখছেন বিজয় সরদেশাই। তাই অস্থিত্ব রক্ষায় এবার কংগ্রেসের হাত ধরলেন তিনি।

বিজয় সরদেশাই গোয়ার রাজনীতিতে সুযোগ সন্ধানী দলবদলু হিসেবেই পরিচিত। এমন কোনও দল নেই যার সঙ্গে গোয়া ফরোয়ার্ড পার্টি থাকেনি। সম্প্রতি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া সফরে গেলে তাঁর সঙ্গেও দেখা করেন বিজয় সরদেশাই। তবে বিশেষ কল্কে পাননি।

এর আগে গোয়ায় জিতেও বিজেপির কাছে কার্যত নিজেদের বিধায়কদের বিক্রি করে দিয়েছিল কংগ্রেস। না জিতেও গোয়ায় সরকার গড়ে বিজেপি। বিধানসভা নির্বাচনের এবার আবার তারা নেমে পড়েছে গোয়ার মাটিতে।

তৃণমূল কংগ্রেসের স্পষ্ট বক্তব্য গোয়ার মানুষ এবার আর তাদের কোনও জায়গা দেবে না।

আরও পড়ুন- Nabanna: ওমিক্রন সংক্রমণ রুখতে সতর্ক রাজ্য, করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ল

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version