Wednesday, December 3, 2025

BJP: প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে ২৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

Date:

Share post:

ফের বঙ্গ বিজেপির (BJP) দলীয় দুর্নীতি সামনে এলো। ভোটে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় এক নেতার থেকে ২৩ লক্ষ টাকা হাতিয়ে নেন বিজেপির রাজ্যস্তরের এক নেত্রী। যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দর মহলে তোলপাড়।

আরও পড়ুন:Kolkata Municipal Corporation Election 2021: প্রথমদিনেই মনোনয়ন জমা ফিরহাদ সহ হেভিওয়েটদের

অভিযোগ, গত বিধানসভা ভোটে (Assembly Election) প্রার্থী করে দেওয়া হবে, তবে বিনিময়ে লক্ষ লক্ষ টাকার ডিমান্ড করা হয় পূর্ব মেদিনীপুরের পটাশপুরে (Patashpur) বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি মানসরঞ্জন সামাইয়ের কাছে। এই টাকা হাতিয়েছেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভানেত্রী মুক্তারুন বিবি।

ঠিক কী ঘটেছিল?

প্রতারিত মানস সামাইয়ের কথায়, “বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার জন্য আমার কাছে প্রার্থী হওয়ার প্রস্তাব এসেছিল বিধানসভা ভোটের সময়। কিন্তু প্রচুর টাকার বিনিময়ে টিকিট দেওয়ার শর্ত হয়েছিল আমাকে। তাতে আমি রাজি হয়ে যাই। নিজের কাছে জমানো যা ছিল সরল বিশ্বাসে সব দিয়ে দিই। কিন্তু প্রার্থী হওয়ার জন্য সেটাও কম ছিল।
তারপর আমি অন্যদের কাছ থেকে ধার করে কয়েক লক্ষ টাকা জোগাড় করি। মোট পাঁচ দফায় মুক্তারুন বিবির হাতে তুলে দিয়েছি সবমিলিয়ে ২৩ লক্ষ টাকা। মধ্যস্থতা করেছিলেন কাঁথি সাংগঠনিক জেলার এক নেতা। কিন্তু, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখি কোথাও আমার নাম নেই। আমি টাকা ফেরত চাই। এখন সেই টাকা দিতে অস্বীকার করছেন মুক্তারুন বিবি ও কাঁথির ওই বিজেপি নেতা। বিষয়টি রাজ্য নেতৃত্বকে চিঠি জানিয়েছি।”

জানা গিয়েছে, এই বিরাট অঙ্কের টাকা তাঁর থেকে বিজেপি নেত্রী হাতিয়ে নেওয়ার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন প্রাক্তন মণ্ডল সভাপতি মানস সামাই। শীর্ষ নেতৃত্বকে দেওয়া চিঠি তিনি জানিয়েছেন, টাকা ফেরৎ বা সুবিচার না পেলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন। যার জন্য দায়ী থাকবে দলীয় নেতৃত্ব।

spot_img

Related articles

আজ মালদহের গাজোলে মুখ্যমন্ত্রীর সভা, সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা 

বুধের দুপুরে মালদহের (Maldah) গাজোলে সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই মুর্শিদাবাদে পৌঁছেছেন তিনি।...

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...