Saturday, August 23, 2025

BJP: প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে ২৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

Date:

Share post:

ফের বঙ্গ বিজেপির (BJP) দলীয় দুর্নীতি সামনে এলো। ভোটে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় এক নেতার থেকে ২৩ লক্ষ টাকা হাতিয়ে নেন বিজেপির রাজ্যস্তরের এক নেত্রী। যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দর মহলে তোলপাড়।

আরও পড়ুন:Kolkata Municipal Corporation Election 2021: প্রথমদিনেই মনোনয়ন জমা ফিরহাদ সহ হেভিওয়েটদের

অভিযোগ, গত বিধানসভা ভোটে (Assembly Election) প্রার্থী করে দেওয়া হবে, তবে বিনিময়ে লক্ষ লক্ষ টাকার ডিমান্ড করা হয় পূর্ব মেদিনীপুরের পটাশপুরে (Patashpur) বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি মানসরঞ্জন সামাইয়ের কাছে। এই টাকা হাতিয়েছেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভানেত্রী মুক্তারুন বিবি।

ঠিক কী ঘটেছিল?

প্রতারিত মানস সামাইয়ের কথায়, “বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার জন্য আমার কাছে প্রার্থী হওয়ার প্রস্তাব এসেছিল বিধানসভা ভোটের সময়। কিন্তু প্রচুর টাকার বিনিময়ে টিকিট দেওয়ার শর্ত হয়েছিল আমাকে। তাতে আমি রাজি হয়ে যাই। নিজের কাছে জমানো যা ছিল সরল বিশ্বাসে সব দিয়ে দিই। কিন্তু প্রার্থী হওয়ার জন্য সেটাও কম ছিল।
তারপর আমি অন্যদের কাছ থেকে ধার করে কয়েক লক্ষ টাকা জোগাড় করি। মোট পাঁচ দফায় মুক্তারুন বিবির হাতে তুলে দিয়েছি সবমিলিয়ে ২৩ লক্ষ টাকা। মধ্যস্থতা করেছিলেন কাঁথি সাংগঠনিক জেলার এক নেতা। কিন্তু, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখি কোথাও আমার নাম নেই। আমি টাকা ফেরত চাই। এখন সেই টাকা দিতে অস্বীকার করছেন মুক্তারুন বিবি ও কাঁথির ওই বিজেপি নেতা। বিষয়টি রাজ্য নেতৃত্বকে চিঠি জানিয়েছি।”

জানা গিয়েছে, এই বিরাট অঙ্কের টাকা তাঁর থেকে বিজেপি নেত্রী হাতিয়ে নেওয়ার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন প্রাক্তন মণ্ডল সভাপতি মানস সামাই। শীর্ষ নেতৃত্বকে দেওয়া চিঠি তিনি জানিয়েছেন, টাকা ফেরৎ বা সুবিচার না পেলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন। যার জন্য দায়ী থাকবে দলীয় নেতৃত্ব।

spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...