Tuesday, December 23, 2025

Ballon d’Or: রেকর্ড, সপ্তমবার ব্যালন ডি’অর জয় লিওনেল মেসির

Date:

Share post:

রেকর্ড, সপ্তমবার ব্যালন ডি’অর ( Ballon d’Or) জিতলেন লিওনেল মেসি ( Lionel Messi)। সোমবার রাতে রবার্ট লেওয়ানডস্কিকে পিছনে ফেলে ব‍্যালন ডি’অর খেতাব জয় করলেন আর্জেন্তাইন সুপারস্টার। মেসি ব‍্যালন ডি’অর জিতেছেন ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে। ৬১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করেন মেসি। তাঁর পরেই ৫৮০ পয়েন্ট নিয়ে শেষ করেন বায়ার্ন মিউনিখ এবং পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি।

এমনটা যেন হওয়ারই ছিল। দুর্ধর্ষ রেকর্ড ও ফর্মে থাকা রবার্ট লেওয়ানডস্কিকে টপকে রেকর্ড সপ্তমবারের জন্য ব্যালন ডি’অর খেতাব জিতলেন মেসি। কোপ আমেরিকা জয়ের সুবাদে ব‍্যালন ডি’অর খেতাব জয় আর্জেন্তাইন সুপারস্টারের।

ব‍্যালন ডি’অর খেতাব জয়ের পর মেসি বলেন,”আমি রবার্টকে বলতে চাই যে এটি আপনার প্রতিদ্বন্দ্বী হওয়া একটি সম্মানের বিষয়, এবং সবাই বলবে যে আপনি গত বছর এটি জয়ের যোগ্য ছিলেন। আমি এখানে এসে খুব খুশি, নতুন ট্রফির জন্য লড়াই চালিয়ে যেতে পেরে খুশি। আমি জানি না আমার আর কত বছর রয়েছে, তবে আমি আরও অনেক বছর আশা করছি। আমি বার্সেলোনার প্রাক্তন সতীর্থ এবং আর্জেন্তিনায় আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই।”

এদিকে মহিলা ব্যালন ডি’অর পুরষ্কার পেয়েছেন এফসি বার্সিলোনা ফেমেনির অধিনায়িকা অ্যালেক্সিয়া পুতেয়াস। বার্সার হয়ে লা-লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পুতেয়াস। ৪২ ম্যাচে ২৬ গোল করেছেন এবং উয়েফা বর্ষসেরা মহিলা খেলোয়াড় হয়েছেন তিনি।

এদিকে ব্যালন ডি’অর না পেলেও সান্ত্বনা পুরষ্কার হিসেবে বর্ষসেরা স্ট্রাইকারের পুরষ্কার পেয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। এছাড়া লেভ ইয়াশিন ট্রফি হিসেবে সেরা গোলরক্ষকের খেতাব জিতেছেন ইউরো কাপ জেতা ইতালিয় ফুটবলার জিয়ানলুইগি ডোনারুম্মা। আর সেরা যুব ফুটবলার হিসেবে কোপা ট্রফির সম্মান পেয়েছেন এফসি বার্সিলোনার পেদ্রি।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

বাংলাদেশে দীপু-খুনের প্রতিবাদে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ঘিরে ধুন্ধুমার

বাংলাদেশে (Bangladesh) দীপু দাস (Dipu Das) খুনের প্রতিবাদের অজুহাতে কলকাতায় (Kolkata) মিছিলের নামে অশান্তি বাধানোর চেষ্টা হিন্দুত্ববাদী সংগঠনের।...

স্যোশাল মিডিয়ায় নিশার ‘চটুল’ রিল! বালিগঞ্জের প্রার্থী বদলের সিদ্ধান্ত হুমায়ুনের

স্যোশাল মিডিয়ায় (Social Media) গানের সঙ্গে চটুল রিল! নতুন দলের প্রার্থী নির্বাচন করার ২৪ ঘণ্টার মধ্যেই বদল করলেন...

বৈদিক মন্ত্রপাঠ থেকে ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা, শান্তিনিকেতনের শুরু পৌষমেলা

চিরাচরিত রীতি মেনে মঙ্গলের সকালে শান্তিনিকেতনের শুরু পৌষমেলা। রবীন্দ্র সংগীতের সুরে মুখরিত বিশ্বভারতী চত্বর (Visva Bharati University Campus)।...

চিংড়িঘাটা মেট্রো নিয়ে ‘ডেডলাইন’ হাই কোর্টের! ৩ রাত রাজ্যের দায়িত্বে ট্রাফিক নিয়ন্ত্রণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান! আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) কাজ। মঙ্গলবার কলকাতা হাই...