Thursday, August 28, 2025

উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।চলতি মাসের ৩১ ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
লিখিত পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৫০ নম্বর করে ধার্য করা হয়েছে। সময় ও পরীক্ষার নির্ঘণ্ট স্কুলগুলিকে তৈরি করতে বলা হয়েছে। পরীক্ষার মূল্যায়নের নম্বর স্কুলগুলিকে সংসদের পাঠানো ট্যাবুলেশন শিটে লিখে রাখতে বলা হয়েছে। সংসদ পরিস্থিতি ও প্রয়োজনে সেই নম্বর স্কুলের কাছে চেয়ে পাঠাতে পারে বলেও মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়ার বিষয়ে স্কুলের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল সংসদ। কোনও স্কুল চাইলে পরীক্ষা নিতেই পারে বলে জানিয়েছিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তারপরেই টেস্ট পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল সংসদ। সংসদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিক্ষাবিদেরা।যদিও আগেই উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়েছে৷ ২০২২ সালের ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২০ এপ্রিল। হোম সেন্টারেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুলে গিয়ে পঠনপাঠন। গত বছরেও করোনার বাড়-বাড়ন্তের জন্য বাতিল হয়ে যায় মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পরীক্ষা। ফলে গড়ে নম্বর দিয়ে পরীক্ষার মূল্যায়ন করতে হয় পর্ষদকে। কিন্তু এবছর পুজোর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান পুজোর পরই স্কুল খোলা হবে। সেইমতোই প্রস্তুতি নেওয়া শুরু হয়।
২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু।শেষ হবে ২০ এপ্রিল। সকাল ১০ টা থেকে বেলা ১ টা ১৫ পর্যন্ত হবে পরীক্ষা। তবে পরীক্ষার জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যেতে হবে না কোনও অন্য সেন্টারে। নিজের স্কুলেই পরীক্ষা হওয়ার কথা জানিয়েছে বোর্ড।

Related articles

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...
Exit mobile version