Wednesday, November 5, 2025

বিজেপি কাউন্সিলর তিস্তাকে খুন করা হয়েছে! রূপার মন্তব্যে তোলপাড় গেরুয়া শিবির

Date:

সন্ত্রাস সন্ত্রাস ডাক ছেড়ে বাংলার বুকে যে বিজেপি (BJP) নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য লাফালাফি করছে, তাদের দলের অন্দরেই এবার সন্ত্রাসের ছায়া। অভিযোগ, রাজ্য বিজেপির নেত্রী তথা রাজ্যসভার সাংসদ খোদ রূপা গঙ্গোপাধ্যাযয়ের (Rupa Ganguly).

ত্রিপুরা থেকে উত্তর প্রদেশ, বিহার থেকে গুজরাত বিজেপির সন্ত্রাসের প্রকট ছবি এখন দেশবাসীর কাছে রোজনামচা। আর গেরুয়া শিবিরের অন্দরেই সন্ত্রাসের ছায়া, অভিযোগ উঠল এই বাংলার বুক থেকেই। অভিযোগ করছে বিজেপিরই একটা অংশ।

কী সেই অভিযোগ?

ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায় করা রূপা গঙ্গোপাধ্যায়ের একটি পোস্ট নিয়ে। যেখানে তাঁর দাবি, গত ২৭ অক্টোবর এক পথ দুর্ঘটনায় মারা যান বিজেপির কাউন্সিলর তিস্তা বিশ্বাস (Tista Biswas)। তিনি ছিলেন কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি’র কো-অর্ডিনেটরও। পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া থেকে কলকাতা ফেরার পথে নিমতৌড়ি সিগন্যালের কাছে তিস্তার গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের দাবি, তিস্তার মৃত্যু নিছকই দুর্ঘটনা নয়। তিস্তাকে খুন করা হয়েছে। খুব স্বাভাবিক ভাবেই রূপার এই পোস্টে তোলপাড় পড়ে গিয়েছে।

উল্লেখ্য, ৮৬ নম্বর ওয়ার্ডে তিস্তার মৃত্যুর পর তাঁর স্বামী গৌরব বিশ্বাসকে পুরভোটে টিকিট দেয়নি বিজেপি। প্রার্থী করা হয়েছে রাজশ্রী লাহিড়ীকে। তার পরেই রূপার এই পোস্ট বিজেপি’র অন্দরে একাধিক জল্পনা উসকে দিয়েছে।
কেন এই মারাত্মক অভিযোগ করলেন রূপা? এখন তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। জানিয়ে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। তবে কী নিছক পথ দুর্ঘটনা দেখিয়ে আইওয়াশের চেষ্টা নাকি দলের অন্দরের সন্ত্রাসের জন্যই খুন হতে হল তিস্তাকে?

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version