Thursday, August 21, 2025

বিজেপি কাউন্সিলর তিস্তাকে খুন করা হয়েছে! রূপার মন্তব্যে তোলপাড় গেরুয়া শিবির

Date:

সন্ত্রাস সন্ত্রাস ডাক ছেড়ে বাংলার বুকে যে বিজেপি (BJP) নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য লাফালাফি করছে, তাদের দলের অন্দরেই এবার সন্ত্রাসের ছায়া। অভিযোগ, রাজ্য বিজেপির নেত্রী তথা রাজ্যসভার সাংসদ খোদ রূপা গঙ্গোপাধ্যাযয়ের (Rupa Ganguly).

ত্রিপুরা থেকে উত্তর প্রদেশ, বিহার থেকে গুজরাত বিজেপির সন্ত্রাসের প্রকট ছবি এখন দেশবাসীর কাছে রোজনামচা। আর গেরুয়া শিবিরের অন্দরেই সন্ত্রাসের ছায়া, অভিযোগ উঠল এই বাংলার বুক থেকেই। অভিযোগ করছে বিজেপিরই একটা অংশ।

কী সেই অভিযোগ?

ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায় করা রূপা গঙ্গোপাধ্যায়ের একটি পোস্ট নিয়ে। যেখানে তাঁর দাবি, গত ২৭ অক্টোবর এক পথ দুর্ঘটনায় মারা যান বিজেপির কাউন্সিলর তিস্তা বিশ্বাস (Tista Biswas)। তিনি ছিলেন কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি’র কো-অর্ডিনেটরও। পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া থেকে কলকাতা ফেরার পথে নিমতৌড়ি সিগন্যালের কাছে তিস্তার গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের দাবি, তিস্তার মৃত্যু নিছকই দুর্ঘটনা নয়। তিস্তাকে খুন করা হয়েছে। খুব স্বাভাবিক ভাবেই রূপার এই পোস্টে তোলপাড় পড়ে গিয়েছে।

উল্লেখ্য, ৮৬ নম্বর ওয়ার্ডে তিস্তার মৃত্যুর পর তাঁর স্বামী গৌরব বিশ্বাসকে পুরভোটে টিকিট দেয়নি বিজেপি। প্রার্থী করা হয়েছে রাজশ্রী লাহিড়ীকে। তার পরেই রূপার এই পোস্ট বিজেপি’র অন্দরে একাধিক জল্পনা উসকে দিয়েছে।
কেন এই মারাত্মক অভিযোগ করলেন রূপা? এখন তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। জানিয়ে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। তবে কী নিছক পথ দুর্ঘটনা দেখিয়ে আইওয়াশের চেষ্টা নাকি দলের অন্দরের সন্ত্রাসের জন্যই খুন হতে হল তিস্তাকে?

 

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...
Exit mobile version