Thursday, November 6, 2025

বিজেপি কাউন্সিলর তিস্তাকে খুন করা হয়েছে! রূপার মন্তব্যে তোলপাড় গেরুয়া শিবির

Date:

সন্ত্রাস সন্ত্রাস ডাক ছেড়ে বাংলার বুকে যে বিজেপি (BJP) নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য লাফালাফি করছে, তাদের দলের অন্দরেই এবার সন্ত্রাসের ছায়া। অভিযোগ, রাজ্য বিজেপির নেত্রী তথা রাজ্যসভার সাংসদ খোদ রূপা গঙ্গোপাধ্যাযয়ের (Rupa Ganguly).

ত্রিপুরা থেকে উত্তর প্রদেশ, বিহার থেকে গুজরাত বিজেপির সন্ত্রাসের প্রকট ছবি এখন দেশবাসীর কাছে রোজনামচা। আর গেরুয়া শিবিরের অন্দরেই সন্ত্রাসের ছায়া, অভিযোগ উঠল এই বাংলার বুক থেকেই। অভিযোগ করছে বিজেপিরই একটা অংশ।

কী সেই অভিযোগ?

ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায় করা রূপা গঙ্গোপাধ্যায়ের একটি পোস্ট নিয়ে। যেখানে তাঁর দাবি, গত ২৭ অক্টোবর এক পথ দুর্ঘটনায় মারা যান বিজেপির কাউন্সিলর তিস্তা বিশ্বাস (Tista Biswas)। তিনি ছিলেন কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি’র কো-অর্ডিনেটরও। পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া থেকে কলকাতা ফেরার পথে নিমতৌড়ি সিগন্যালের কাছে তিস্তার গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের দাবি, তিস্তার মৃত্যু নিছকই দুর্ঘটনা নয়। তিস্তাকে খুন করা হয়েছে। খুব স্বাভাবিক ভাবেই রূপার এই পোস্টে তোলপাড় পড়ে গিয়েছে।

উল্লেখ্য, ৮৬ নম্বর ওয়ার্ডে তিস্তার মৃত্যুর পর তাঁর স্বামী গৌরব বিশ্বাসকে পুরভোটে টিকিট দেয়নি বিজেপি। প্রার্থী করা হয়েছে রাজশ্রী লাহিড়ীকে। তার পরেই রূপার এই পোস্ট বিজেপি’র অন্দরে একাধিক জল্পনা উসকে দিয়েছে।
কেন এই মারাত্মক অভিযোগ করলেন রূপা? এখন তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। জানিয়ে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। তবে কী নিছক পথ দুর্ঘটনা দেখিয়ে আইওয়াশের চেষ্টা নাকি দলের অন্দরের সন্ত্রাসের জন্যই খুন হতে হল তিস্তাকে?

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version