Monday, May 5, 2025

বিজেপি কাউন্সিলর তিস্তাকে খুন করা হয়েছে! রূপার মন্তব্যে তোলপাড় গেরুয়া শিবির

Date:

সন্ত্রাস সন্ত্রাস ডাক ছেড়ে বাংলার বুকে যে বিজেপি (BJP) নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য লাফালাফি করছে, তাদের দলের অন্দরেই এবার সন্ত্রাসের ছায়া। অভিযোগ, রাজ্য বিজেপির নেত্রী তথা রাজ্যসভার সাংসদ খোদ রূপা গঙ্গোপাধ্যাযয়ের (Rupa Ganguly).

ত্রিপুরা থেকে উত্তর প্রদেশ, বিহার থেকে গুজরাত বিজেপির সন্ত্রাসের প্রকট ছবি এখন দেশবাসীর কাছে রোজনামচা। আর গেরুয়া শিবিরের অন্দরেই সন্ত্রাসের ছায়া, অভিযোগ উঠল এই বাংলার বুক থেকেই। অভিযোগ করছে বিজেপিরই একটা অংশ।

কী সেই অভিযোগ?

ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায় করা রূপা গঙ্গোপাধ্যায়ের একটি পোস্ট নিয়ে। যেখানে তাঁর দাবি, গত ২৭ অক্টোবর এক পথ দুর্ঘটনায় মারা যান বিজেপির কাউন্সিলর তিস্তা বিশ্বাস (Tista Biswas)। তিনি ছিলেন কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি’র কো-অর্ডিনেটরও। পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া থেকে কলকাতা ফেরার পথে নিমতৌড়ি সিগন্যালের কাছে তিস্তার গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের দাবি, তিস্তার মৃত্যু নিছকই দুর্ঘটনা নয়। তিস্তাকে খুন করা হয়েছে। খুব স্বাভাবিক ভাবেই রূপার এই পোস্টে তোলপাড় পড়ে গিয়েছে।

উল্লেখ্য, ৮৬ নম্বর ওয়ার্ডে তিস্তার মৃত্যুর পর তাঁর স্বামী গৌরব বিশ্বাসকে পুরভোটে টিকিট দেয়নি বিজেপি। প্রার্থী করা হয়েছে রাজশ্রী লাহিড়ীকে। তার পরেই রূপার এই পোস্ট বিজেপি’র অন্দরে একাধিক জল্পনা উসকে দিয়েছে।
কেন এই মারাত্মক অভিযোগ করলেন রূপা? এখন তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। জানিয়ে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। তবে কী নিছক পথ দুর্ঘটনা দেখিয়ে আইওয়াশের চেষ্টা নাকি দলের অন্দরের সন্ত্রাসের জন্যই খুন হতে হল তিস্তাকে?

 

Related articles

হিমালয়ের হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের জলস্তর, বিপদে ভারতও

বিশ্ব উষ্ণায়ন(Global Warming) থেকে রক্ষা নেই হিমালয়ের(Himalaya) সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টেরও(Mount Everest)। এভারেস্টের উচ্চতম হিমবাহ সাউথ কোলও দ্রুত গলছে।...

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির...

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...
Exit mobile version