ফের বিরোধীদের, বলা ভালো গেরুয়া শিবিরের প্রশ্ন ফের রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankar) মুখে। আগেও রাজ্যের পুরভোট নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল। দীর্ঘ বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। বৃহস্পতিবার সকালে ফের সৌরভ দাসকে (Sourabh Das) তলব করেন ধনকড়। তাঁর সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক হয় রাজ্যপালের। বৈঠকের কথা এবং ভিডিও রাজ্যপালের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে (Official Twitter Handle) পোস্ট করা হয়।

লেখা হয়,রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস আজ কলকাতার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেছেন এবং কলকাতা পুরভোটের নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তাঁকে বিশদে জানিয়েছেন।
সাংবিধানিক বিধি যেন সঠিকভাবে পালন হয়।

Shri Saurav Das State Election Commissioner @MamataOfficial called on Governor Shri Jagdeep Dhankhar at Raj Bhavan, Kolkata today and updated him on issues #KMC elections preparedness.
Governor indicated SEC that constitutional provisions have overriding effect and be followed. pic.twitter.com/fjtYZV2Ul1
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 2, 2021
তবে, সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করাতে চাইছেন রাজ্যপাল। শুধু তাই নয় তিনি ফের একদিনে কেন সব পুরসভা ভোট হল না সে বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে জানতে চান। একই দাবি তুলেছে বিজেপি। আগেও রাজভবনকে বিজেপির সদর দফতরে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করে শাসকদল। তাদের সঙ্গে গলা মেলায় বাম-কংগ্রেসও। বিরোধীদের অভিযোগকেই সত্যি করে পুরভোট নিয়ে গেরুয়া সুর ধনকড়ের কণ্ঠে।
