Sourav Ganguly: ফের ব‍্যাট হাতে ক্রিকেটের নন্দনকাননে সৌরভ গঙ্গোপাধ্যায়, ১ রানে হার মহারাজদের

সেই পরিচিত কাট, সেই পরিচিত কভার ড্রাইভে বাংলার মহারাজ।

আবারও চেনা ছন্দে সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)। শুক্রবার ক্রিকেটের নন্দনকাননে সেই পুরোনো ছবি। সেই পরিচিত কাট, সেই পরিচিত কভার ড্রাইভে বাংলার মহারাজ। আগামিকাল বিসিসিআইয়ের ৯০তম বার্ষিক সাধারণ সভার আসর বসতে চলেছে কলকাতার মাটিতে। তার আগে ইডেনে হয় গেল এক প্রীতি ম‍্যাচ। যেই ম‍্যাচে সৌরভের সভাপতি একাদশ (President’s XI) মুখোমুখি হয়েছিল জয়ের সচিব একাদশ। যদিও একরানে ক্রিকেটের নন্দনকাননে সচিব একাদশের কাছে হারতে হল সৌরভের দলকে।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন বোর্ড সচিব দলের অধিনায়ক জয় শাহ। নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ তোলেন তারা। জয় শাহের দলের ব‍্যাট হাতে কামাল দেখান বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং জয়দেব শাহ। ৩৫ রান করেন অরুণ ধুমাল। এবং ৪০ রান করেন জয়দেব শাহ। জয় শাহ অপরাজিত থাকেন ১০ রানে। জবাবে শুরুটা ভালই করেছিল সভাপতি একাদশ। কিন্তু মাত্র ১ রানের জন‍্য হারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। ৩৫ রান করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৩ রান করেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। এদিন ব‍্যাট ফের দেখা গেল মহম্মদ আজহারউদ্দিনকে। ২ রান করেন তিনি।

এদিকে শনিবার শহরে বসছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে থাকবেন প্রত্যেকে। সূত্রের খবর দক্ষিণ আফ্রিকা সফরের ভবিষ্যৎ সেখানেই নির্ধারিত হয়ে যাওয়ার কথা।

আরও পড়ুন:India-New Zealand: দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৪ উইকেট হারিয়ে ২২১, শতরান মায়ঙ্কের

Previous articleOmicron: ভারতে আসা দক্ষিণ আফ্রিকার ১০ নাগরিক ‘নিখোঁজ’, উদ্বিগ্ন প্রশাসন
Next articleKangana Ranaut: বিক্ষোভের মুখে কঙ্গনা! ‘ক্ষমা চান’ গাড়ি ঘেরাও করে প্রতিবাদ কৃষকদের