Wednesday, August 27, 2025

এটিএম(ATM) থেকে টাকা তুলতে গেলে গ্যাঁটের কড়ি খরচ করতে হবে আরো একটু বেশি। সম্প্রতি এই মর্মে ব্যাংকগুলিকে অনুমতি দিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Reserve Bank of India)। ফলস্বরূপ আগামী বছর ১ জানুয়ারি থেকে ধার্য হবে নয়া এই নিয়ম। এটিএম থেকে এক মাসে টাকা তোলার নির্ধারিত সীমা অতিক্রম করলে গুনতে হবে বাড়তি খরচ।

বর্তমানে এটিএমে এক মাসে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনামূল্যে টাকা লেনদেন করা যায়। সেই সীমা অতিক্রম করলে কেটে নেওয়া হয় জরিমানা বাবদ বাড়তি টাকা। এই টাকার অংক এবার বাড়তে চলেছে। ব্যাংক গুলিকে রিজার্ভ ব্যাংকের তরফে দেওয়া অনুমোদন অনুযায়ী সেই বাড়তি টাকার অংক খুব একটা বেশি নয়। এতদিন বিনামূল্যে লেনদেনের মাসিক সীমা অতিক্রম করলে বাড়তি ২০ টাকা কেটে নেওয়া হত গ্রাহকের কাছ থেকে। এখন থেকে কাটা হবে ২১ টাকা। অর্থাত্‍ মাত্র এক টাকাই বাড়ছে এটিএমের খরচ। শুধুমাত্র নগদ টাকা নয় যেকোনো ধরনের এটিএম লেনদেনের ক্ষেত্রে যুক্ত হবে এই বর্ধিত মূল্য। তার সঙ্গে বাড়তি ট্যাক্সের ব্যাপার থাকলে তাও কাটা হবে আলাদা ভাবেই, জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যে কোনও ব্যাঙ্ক থেকে মাসে পাঁচটি করে ফ্রি-ট্রানজ্যাকশন পান গ্রাহকরা। অর্থাত্‍ বিনামূল্যে এটিএমে লেনদেনের মাসিক সীমা ৫টি। এই সীমা অতিক্রম করে গেলেই এবার থেকে বাড়তি ২১ টাকা করে কাটা হবে। ব্যাঙ্কগুলির তরফে এটিএমের এই খরচ বৃদ্ধির খবর গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version