Monday, November 10, 2025

Jago Bangla: বিধানসভার মত পুরভোটে মানুষ ছুঁড়ে ফেলবে বিজেপিকে: তোপ জাগো বাংলার

Date:

বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার বীজ পোঁতার চেষ্টা করে চলেছে বিজেপি(BJP)। বিধানসভা নির্বাচনের মতো আসন্ন পুরসভা নির্বাচনেও(KMC Election) বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে বাংলার মানুষ। কংগ্রেস-সিপিএমের পাশাপাশি তৃণমূল মুখপত্র জাগো বাংলায়(JagoBangla) এভাবেই ঝাঁঝালো আক্রমণ শানানো হল গেরুয়া শিবিরকে। কড়া সুরে জাগো বাংলার সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, “বিধানসভায় সাম্প্রদায়িক শক্তিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল মানুষ। ১৯ ডিসেম্বর তার পুনরাবৃত্তি হবে।”

এদিনের সম্পাদকীয়তে বাম-কংগ্রেসকে কটাক্ষ করার পাশাপাশি বিজেপিকে একহাত নিয়ে লেখা হয়েছে, “বিরোধীরা দিশাহীন। বামেদের বলার কিছু নেই। বামেদের হাতে ইস্যু কিছু নেই। কারণ তারা পরীক্ষিত ব্যর্থ। বাম দোসর কংগ্রেসের অবস্থা আরও খারাপ। পুরভোটে তাদের হিসেবের মধ্যেই কেউ রাখতে চাইছেন না। বাকি রইল বিজেপি। সাম্প্রদায়িকতার বীজ বাংলার এই পুণ্যভূমিতে পোঁতার প্রচেষ্টা করে চলেছে গেরুয়া শিবির। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, শান্তি, সম্প্রীতি নষ্ট করতে কোন কসুর করেনি তারা। কিন্তু ওরা ভুলে গেছে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কলকাতা। ধর্ম-বর্ণ-জাতি মিলনস্থলে শহর।”

আরও পড়ুন:বিজেপির অন্তর্দ্বন্দ্ব পিছু ছাড়ছে না

পাশাপাশি তৃণমূলের দাবি, “পুরভোটে বিষ ছড়ানোর প্রবল চেষ্টা চলছে। কিন্তু মানুষ জানেন তারা কোথায় নিরাপদ ।একদিকে অন্ন-বস্ত্র-বাসস্থানের লড়াইয়ে অগ্রভাগে তৃণমূল, অন্যদিকে দেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকে সরিয়ে দিতে দেশজুড়ে আন্দোলনের রাস্তায়। মানুষ উন্নয়ন দেখেছেন নিজেদের জীবন দিয়ে। তারা জানেন কলকাতার উন্নয়ন তৃণমূল কংগ্রেসের হাত ধরেই সম্ভব। মানুষ যেভাবে বিধানসভায় সাম্প্রদায়িক শক্তিকে ছুড়ে ফেলে দিয়েছিলেন, ১৯ ডিসেম্বর কলকাতার ভোটেও তার পুনরাবৃত্তি হবে মানুষ আশীর্বাদ করবেন তৃণমূল কংগ্রেসকে।”

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version